আবারও নিষিদ্ধ সুয়ারেস
ম্যাচের শৃঙ্খলা ভঙ্গ করে নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেসের জন্য নতুন কিছু নয়। ক্যারিয়ারের পড়তি বেলায়ও অনাকাঙ্ক্ষিত কাণ্ড বাঝাতে ছাড়ছেন না ইন্টার মায়ামিতে খেলা এই ফরোয়ার্ড। এবার তাতে নিষিদ্ধ হয়েছেন এক ম্যাচ।
ঘটনাটি বাংলাদেশ সময় গত রবিবার সকালের। ওই দিন প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে ম্যাচের ৭১তম মিনিটে ন্যাশভিলের ডিফেন্ডার অ্যান্ডি নোহারকে লাথি মারেন উরুগুয়ের ফরোয়ার্ড। তাতে প্লে-অফের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে ন্যাশভিলের বিপক্ষে খেলতে পারবেন না তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেস। যা ইন্টার মায়ামির জন্য একটি বড় ধাক্কাই। তাকে নিষেধাজ্ঞা দেয় মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি।
ম্যাচের সময় অবশ্য সুয়ারেসের ওই ঘটনায় তেমন প্রতিক্রিয়া দেখাননি রেফারি। এমনকি ফাউলও ধরা হয়নি। সেই ম্যাচে মায়ামিকে ২-১ গোলে হারিয়ে তিন ম্যাচের প্লে-অফের লড়াইটা তৃতীয় রাউন্ডে টেনে নেয় ন্যাশভিল। প্রথম ম্যাচে ৩-১ গোলে জিতেছিল ইন্টার মায়ামি।
আগামী শনিবার ন্যাশভিলের বিপক্ষে প্লে-অফের তৃতীয় রাউন্ড তাই ইন্টার মায়ামির জন্য শিরোপা লড়াইয়ে টিকে থাকার লড়াই।