এবার আবাহনীর ওপর ফিফার নিষেধাজ্ঞা!

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৯
শেয়ার :
এবার আবাহনীর ওপর ফিফার নিষেধাজ্ঞা!

আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা থেকে একের পর এক নিষেধাজ্ঞায় টালমাটাল দেশের ফুটবল অঙ্গন। বাংলাদেশের ফুটবল লিগের শীর্ষ ক্লাবগুলো দলবদলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞায় পড়ছে। গত সপ্তাহে মোহামেডানের ওপর শাস্তির খড়গ নেমেছিল। এবার তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীও একই শাস্তি পেয়েছে। আরেক শীর্ষ ক্লাব কিংসের ওপর পাঁচটি পৃথক পৃথক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত রয়েছে। 

সোমবার আবাহনীর ওপর ফিফা খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা জারি করে। সাধারণত বিদেশি ফুটবলার, কোচরা চুক্তিকৃত প্রাপ্য টাকা না পেলে ফিফার দ্বারস্থ হন। এরপরই মূলত ফিফা ক্লাবের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ফুটবলার বা কোচের প্রাপ্য বকেয়া পরিশোধ না করা পর্যন্ত অথবা সংশ্লিষ্ট ফুটবলার আবেদন প্রত্যাহার না করা পর্যন্ত এই শাস্তি বহাল থাকে। 

জানা গেছে, ২০২৪-২৫ ফুটবল মৌসুমে আবাহনী অনেক সংকটের মধ্যে পার করেছে। আবাহনী বিদেশি কোচ, ফুটবলারকে চূড়ান্তও করেছিল। ৫ আগস্ট পরবর্তী সময়ে সেসব চুক্তি বাতিল করেছে। এরপর দেশি কোচ মারুফুল হক ও প্রথম লেগ বিদেশি ফুটবলার ছাড়াই খেলেছে। 

ফুটবলসংশ্লিষ্টদের ধারণা, চুক্তি করা কোনো বিদেশিই হয়তো ফিফায় আবেদন করেছেন। আবাহনী ক্লাবের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফিফা নিবন্ধন নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের মোট ১১টি ফাইল। এর মধ্যে সর্বোচ্চ ৫টি কিংসের, দ্বিতীয় সর্বোচ্চ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের তিনটি, মোহামেডান, আবাহনী ও ফেনী সকারের একটি করে।