বারবার পিছিয়ে পড়ে কোনোমতে ড্র বার্সেলোনার
ঘরের মাঠে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার বেশ কঠিন পরীক্ষা নিল ব্রুজ। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বুধবার রাতে বারবার এগিয়ে গেছে তারা। তবে শেষ পর্যন্ত কোনোমতে ড্র করতে পেরেছে কাতালানরা। ৩-৩ সমতা নিয়ে ঘরে ফেরে হ্যান্সি ফ্লিকের দল।
চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে ১১ নম্বরে বার্সেলোনা। চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে আছে ব্রুজ। চার ম্যাচে টানা জয়ে যথাক্রমে প্রথম তিনটি স্থানে আছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান। বার্সার হয়ে এদিন দুই গোল দেন ফেরান তোরেস ও লামিনে ইয়ামাল। বাকি গোলটি প্রতিপক্ষের আত্মঘাতী।
এদিন বল দখলে অনেক এগিয়ে ছিল বার্সেলোনা। ৭৮ শতাংশ সময় নিজেদের কাছে বল রেখে ২৩টি শট নেয় বার্সা, যার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ৬টি। অন্যদিকে, মাত্র ১০টি শট নিয়েই ৬টি লক্ষ্যে রাখে ব্রুজ।
ম্যাচে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ব্রুজ। কার্লোস ফোর্বসের ক্রসে নিকোলো ট্রেসোল্ডি খুঁজে নেন জাল। ঝাঁপ দিলেও বলের নাগাল পাননি বার্সেলোনা গোলরক্ষক ভয়চেখ শেজনি। মিনিটখানেক পরই তোরেসের একই রকম গোলে সমতায় ফেরে বার্সা।
১৭তম মিনিটে আবারও এগিয়ে যায় ব্রুজ। কাউন্টার অ্যাটাকে গিয়ে আড়াআড়ি শটে বল জালে জড়ান ফোর্বস। প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। গোলের জন্য অপেক্ষা করতে হয় ৬০তম মিনিট পর্যন্ত। ডি বক্সের বাইরে বল পেয়ে দুই জনকে কাটিয়ে দানি ওলমোকে বাড়িয়ে ডি বক্সে ঢুকে পড়েন ইয়ামাল। ফিরতি পাস পেয়ে পায়ের কারিকুরিতে আরও দুই জনকে এড়িয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
তৃতীয়বারের মতো এগিয়ে যেতে সময় নেয়নি ব্রুজ। ৬৩তম মিনিটে অনেকটা দৌড়ে ডি বক্সে ঢুকে বাম দিকের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান সেই ফোর্বস। পরে একবার ব্রুজ পেনাল্টি পেলেও সেটি বাতিল হয়।
৭৭তম মিনিটে তৃতীয় ও শেষবারের মতো সমতায় ফেরে বার্সা। ইয়ামালের বলে ব্রুজের খ্রিস্তোস জোলিসের মাথা লাগলে সেটি চলে যায় জালে। কোনোমতে হার এড়ায় বার্সা।