বললেন রোনালদো /
৬-৭টা ম্যাচ খেলে বিশ্বকাপ জিতলেই বিশ্বসেরা হওয়া যায় না
জাতীয় দল ও ফুটবলের সব প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। এরই মধ্যে সাড় নয় শ’র বেশিবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন পর্তুগিজ এই তারকা। তবে একবার ইউরো ও দুইবার উয়েফা নেশনস লিগ জিতলেও বিশ্বকাপ জেতা হয়নি এই তারকার। তবে বিশ্বসেরা হতে বিশ্বকাপ জেতার দরকার নেই বলেও মনে করেন তিনি।
সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে সাক্ষাৎকার দেন রোনালদো। সেখানে জানতে চাওয়া হয় রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে। জবাবে আল-নাসরে খেলা এই তারকা বলেন, ‘না, এটা কোনো স্বপ্ন নয়। এটা দিয়ে কী নির্ধারিত হয়? আমি ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন কি না? কোনো একটা প্রতিযোগিতা জিতেই? ছয় কিংবা সাতটা ম্যাচ খেলেই! এটা কি ন্যায্য ব্যাপার?’
কিছুদিন পরই বয়স ৪১ হবে রোনালদোর। ফুটবলারর সাধারণত পয়ত্রিশের পরপরই অবসর নিয়ে নেন। সেখানে রোনালদো খেলে যাচ্ছেন এখনো। তবে শীঘ্রই ফুটবলকে বিদায় বলবেন তিনি। বললেন, ‘শিগগিরই (অবসর নেব)। আমার মনে হয় আমি প্রস্তুত থাকব। এটা অবশ্যই কঠিন হবে। হ্যাঁ, সময়টা কঠিনই হবে। সম্ভবত আমি কাঁদবও।’
তবে রোনালদো মনে করেন ফুটবলের বিকল্প কিছুই নেই, ‘আমার মনে হয় কিছুই না। কোনো কিছুই তুলনীয় নয়। ফুটবলে গোল করার সময় যে রোমাঞ্চ বা উত্তেজনা অনুভব করি, তার সঙ্গে কোনো কিছুই তুলনীয় নয়।’
নিজের পছন্দের ফুটবলার নিয়ে রোনালদোর ভাষ্য, ‘বিশেষ কোনো খেলোয়াড়কে আমার পছন্দ নয়। উদাহরণ দিয়ে বলি, আমি ব্রাজিলের খেলা দেখি। কারণ, তাদের অনেক বড় খেলোয়াড় আছে—রোনালদো, রোনালদিনিও, কাকা। হ্যাঁ, আমি আর্জেন্টিনার খেলাও দেখি তাদের খেলোয়াড়দের কারণে। আমি একজন খেলোয়াড়ের জন্য খেলা দেখি না।’