১৭ বছর পর উইন্ডিজের নিউজিল্যান্ড জয়

স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০২৫, ১৭:০২
শেয়ার :
১৭ বছর পর উইন্ডিজের নিউজিল্যান্ড জয়

২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মধ্যকার একটি টি-টোয়েন্টি ম্যাচ সমতায় শেষ হওয়ায় সুপার ওভারে গড়ায়। সেখানে জয় পায় ক্যারিবিয়ানরা। এরপর চলে ১৭ বছরের খরা। কিউই মাটিতে জয়ই পাচ্ছিল না উইন্ডিজ। সেই খরা কাটিয়ে আজ আবার জয় পেল উইন্ডিজ। 

অকল্যান্ডের ইডেন পার্কে আজ টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬৪ রানের পুঁজি গড়ে সফরকারী উইন্ডিজ। পরে স্বাগতিকদের ১৫৭ রানে আটকে দিয়ে ৭ রানের রোমাঞ্চকর জয় পায় ক্যারিবিয়ানরা। ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

টি-টোয়েন্টি ক্রিকেটে এই মাঠে এর আগে এত কম রান করে জিততে পারেনি কোনো দল। ২০১২ সালে ১৬৫ রান করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এই মাঠে ১১৮ রান করে জয় আছে অস্ট্রেলিয়ার, তবে বৃষ্টির বাধায় সেদিন ওভার কমিয়ে আনা হয়েছিল। নিউজিল্যান্ডের মাটিতে এর আগে ১১ টি-টোয়েন্টি খেলে মাত্র একবারই জয়ের স্বাদ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০০৮ সালের সেই জয়।

আজ শেষ ১৮ বলে ৫৬ রান দরকার ছিল নিউজিল্যান্ডের। দানবীয় ব্যাটিংয়ে সেটি প্রায় করেই ফেলছিলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তবে ২৮ বলে অপরাজিত ৫৫ রান করেও হিসাব মেলাতে পারলেন না তিনি। দলের টপ অর্ডার থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ বলে ২৭ রান করেন টিম রবিনসন। 

উইন্ডিজের হয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন স্পিনার রোস্টন চেজ। এর আগে ব্যাট হাতে ২৭ বলে ২৮ রান করেন তিনি। ম্যাচসেরা শেষ পর্যন্ত তিনিই হয়েছেন। ৩৯ বলে ৫৩ রান করে ব্যাট হাতে সবচেয়ে সফল অধিনায়ক শেই হোপ। ২৩ বলে ৩৩ রান করেছেন রোভমান পাওয়েল।