রানবন্যা বইয়ে সুখবর পেলেন তানজিদ

স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০২৫, ১৬:০৩
শেয়ার :
রানবন্যা বইয়ে সুখবর পেলেন তানজিদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও তানজিদ হাসান তামিমের ব্যাট চলেছে চাবুকের মতো। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতেই পঞ্চাশ ছাড়ানো ইনিংস পেয়েছেন তিনি। এর ছাপ পড়েছে আইসিসিরি সবশেষ র‌্যাঙ্কিংয়েও। 

টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন তানজিদ। ২০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৭তম স্থানে আছেন তিনি। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এই সংস্করণে সবার ওপরে তিনিই। চট্টগ্রামে ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনটি করে ছক্কা-চারে ৪৮ বলে ৬১ রান করেন তানজিদ। শেষ ম্যাচে ৪ ছক্কা ও ৯ চারে ৬২ বলে ক্যারিয়ার সেরা ৮৯ রানের ইনিংস খেলেন তিনি।

বোলারদের মধ্যে উন্নতি করেছেন স্পিনার শেখ মেহেদি হাসান আর পেসার তানজিম হাসান সাকিবও। ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ১৭তম স্থানে আছেন মেহেদি। তিন ধাপ এগিয়ে ৩৪তম স্থানে তানজিম।

বাংলাদেশিদের মধ্যে দুই ধাপ অবনতি হয়েছে রিশাদ হোসেনের। বর্তমানে ২৬তম স্থানে আছেন তিনি। এক ধাপ নিচে নেমে ৩০ নম্বরে নাসুম আহমেদ। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে পেসার মোস্তাফিজুর রহমান। এক ধাপ নিচে নেমে ১২তম স্থানে আছেন তিনি। 

ব্যাটারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের অভিষেক শর্মা। বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতেই বরুন চক্রবর্তী। ২ ধাপ এগিয়ে দশে উঠে এলেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন সাইম আইয়ুব। ৩ ধাপ এগিয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা উঠে এসেছেন দুইয়ে। ৬ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেইস আছেন তিনে।