অ্যাশেজের প্রথম টেস্টের অজি দল ঘোষণা, ফিরলেন লাবুশানে

স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০২৫, ১৩:১১
শেয়ার :
অ্যাশেজের প্রথম টেস্টের অজি দল ঘোষণা, ফিরলেন লাবুশানে

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের অস্ট্রেলিয়া দল ঘোষণা করা হয়েছে। যেখানে জায়গা করে নিলেন জ্যাক ওয়েদারাল্ড। আর দলে ফিরেছেন মার্নাস লাবুশানে। পার্থে অনুষ্ঠিতব্য এই প্রথম টেস্টের জন্য ওয়েদারাল্ডের সঙ্গে দলভুক্ত হয়েছেন আরও দুই নতুন মুখ-শন অ্যাবট ও ব্রেনডান ডগেট।

৩১ বছর বয়সী ওয়েদারাল্ডকে দলে নেয়া হয়েছে গত মৌসুমের শেফিল্ড শিল্ডে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য। তিনি তাসমানিয়াকে ১৮ ইনিংসে ৫০.৩৩ গড়ের সঙ্গে ৯০৬ রান উপহার দিয়েছিলেন। তিনি সম্ভাব্য ওপেনার হিসেবে উসমান খাজার সঙ্গে জুটি বাঁধতে পারেন, বিশেষ করে যখন স্যাম কনস্টাস দলে নেই।

২০ বছর বয়সী স্যাম কনস্টাসকে পশ্চিম ইন্ডিজ সফরের দুর্বল ব্যাটিং পারফরম্যান্সের কারণে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি ছয় ইনিংসে মাত্র ৫০ রান সংগ্রহ করেছিলেন, যার মধ্যে দুটি শূন্য ছিল। ম্যাথিউ রেনশ ও মিচেল মার্শও প্রথম টেস্টের জন্য নির্বাচিত হননি।

প্যাট কামিন্স ব্যাক স্ট্রেস ইনজুরির কারণে ফিট হতে না পারায়, প্রথম টেস্টে দলের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

বাকি ব্যাটসম্যানরা হলেন ট্র্যাভিস হেড ও উসমান খাজা, অলরাউন্ডার হিসেবে ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টার। উইকেটরক্ষক হিসেবে অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিস (ইংলিস এখনও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন)। একমাত্র স্পিনার নাথান লায়ন, বোলিংয়ে থাকবেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ড-যাকে প্যাট কামিন্সের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন।

প্রথম অ্যাশেজ টেস্ট শুরু হবে ২১ নভেম্বর।

অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), মন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেনডান ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার।