রাইজিং এশিয়া কাপে বাংলাদেশের নেতৃত্বে আকবর আলী
রাইজিং স্টারস এশিয়া কাপকে সামনে রেখে তুলনামূলক তরুণদের নিয়েই বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্বে থাকছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে আছেন ইয়াসির আলী, মাহিদুল ইসলাম ও আবু হায়দার রনি—যারা কিছুটা অভিজ্ঞতা নিয়ে নেতৃত্ব দেবেন তরুণদের।
টপ অর্ডারে সুযোগ পেয়েছেন উদীয়মান ব্যাটার জিশান আলম ও হাবিবুর রহমান। বর্তমান অনূর্ধ্ব–১৯ দলের সদস্য জাওয়াদ আবরারও জায়গা পেয়েছেন দলে। লেগ স্পিনার স্বাধীন ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে চমক হিসেবে। পেস বোলিং অলরাউন্ডার বিভাগে আছেন তোফায়েল আহমেদ ও আবদুল গাফফার।
কাতারের দোহায় শুরু হবে রাইজিং স্টারস টি-টোয়েন্টি টুর্নামেন্ট ১৪ নভেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও ওমান। বাংলাদেশের অভিযান শুরু হবে ১৫ নভেম্বর, প্রতিপক্ষ হংকং।
৮ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং ও শ্রীলংকা। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে আছে ভারত, ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ ‘এ’ দল: আকবর আলী (অধিনায়ক) , জিশান আলম, হাবিবুর রহমান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, ইয়াসির আলী, মাহিদুল ইসলাম, রাকিবুল হাসান, মেহরব হোসেন, আবু হায়দার, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল, আবদুল গাফফার, মৃত্যুঞ্জয় চৌধুরী।