ফিফপ্রোর বর্ষসেরা দলে জায়গা পেয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২৫, ১৮:৩১
শেয়ার :
ফিফপ্রোর বর্ষসেরা দলে জায়গা পেয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল

ফিফপ্রোর বর্ষসেরা দলে জায়গা পেয়ে ইতিহাস গড়লেন বার্সেলোনার তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এই সম্মান অর্জন করলেন তিনি।

বিশ্ব ফুটবলারের সংগঠন ফিফপ্রো ঘোষিত তালিকায় প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) চ্যাম্পিয়নস লিগজয়ী দলের পাঁচজন খেলোয়াড়ও জায়গা পেয়েছেন।

বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খেলা ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা পেয়েছেন সর্বাধিক ভোট-বিশ্বজুড়ে ২০ হাজারেরও বেশি খেলোয়াড়ের পাঠানো ব্যালটের মধ্যে যা ১৩,৬০৯ ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ভোট (১০,১৬৭) পেয়েছেন ইয়ামাল, যিনি স্পেন ও বার্সেলোনার হয়ে খেলেন।

ফিফপ্রো গত ২০ বছর ধরে এই পুরস্কার প্রদান করে আসছে। এর আগে সবচেয়ে কম বয়সে দলে জায়গা পাওয়া খেলোয়াড় ছিলেন কিলিয়ান এমবাপ্পে। যিনি ২০১৮ সালে ১৯ বছর বয়সে বিশ্বকাপ জয়ের পর প্রথমবার তালিকায় আসেন।

এবারও এমবাপ্পে স্থান পেয়েছেন। এটি তার ষষ্ঠবারের অন্তর্ভুক্তি। তার সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদের সতীর্থ জুড বেলিংহাম।

পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ও ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলেও জায়গা পেয়েছেন বর্ষসেরা দলে। তার সঙ্গে পিএসজির আরও চার খেলোয়াড় হলেন-আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, ভিতিনিয়া ও দোনারুম্মা।

লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক, চেলসির কোল পামার ও বার্সেলোনার পেদ্রিও নির্বাচিত হয়েছেন এবারের দলে।

ফিফপ্রো পুরুষদের বর্ষসেরা একাদশ:

গোলরক্ষক: জিয়ানলুইজি দোনারুম্মা (পিএসজি/ম্যানচেস্টার সিটি, ইতালি)।

ডিফেন্ডার: আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল)।

মিডফিল্ডার: ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল), পেদ্রি (বার্সেলোনা, স্পেন), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কোল পামার (চেলসি, ইংল্যান্ড)।

ফরোয়ার্ড: লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)।