রেকর্ড বিশ্বকাপ পারফরম্যান্সে নতুন শীর্ষ ব্যাটার উলভার্ট

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২৫, ১৬:৫৭
শেয়ার :
রেকর্ড বিশ্বকাপ পারফরম্যান্সে নতুন শীর্ষ ব্যাটার উলভার্ট

নারী ওয়ানডে ক্রিকেটে নতুন রানি হিসেবে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। দারুণ এক বিশ্বকাপ পারফরম্যান্সের সুবাদে তিনি আইসিসির সর্বশেষ নারী ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন এক নম্বরে।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালে টানা দুটি সেঞ্চুরি করে উলভার্ট পৌঁছেছেন নতুন উচ্চতায়। পুরো টুর্নামেন্টে তিনি করেছেন ৫৭১ রান-যা একক আসরে সর্বাধিক রান করার রেকর্ড। এই অসাধারণ পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার-সেরা ৮১৪ রেটিং পয়েন্ট নিয়ে উঠে গেছেন শীর্ষে।

ভারতীয় তারকা স্মৃতি মান্ধানা, যিনি পুরো বিশ্বকাপ জুড়ে এক নম্বরে ছিলেন, এবার নেমে গেছেন দ্বিতীয় স্থানে (৮১১ পয়েন্ট)। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলার সুবাদে তিনিও স্থান পেয়েছেন ‘টিম অব দ্য টুর্নামেন্ট’-এ।

অস্ট্রেলিয়ার এলিস পেরি ৭৭ রানের ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করে সপ্তম স্থানে (৬৬৯) উঠে এসেছেন। তার সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে আছেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, যিনি সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

ভারতের জেমিমা রদ্রিগেস অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ম্যাচ–জয়ী সেঞ্চুরির সুবাদে প্রথমবারের মতো টপ–টেনে জায়গা করে নিয়েছেন। একই ম্যাচে শতক হাঁকানো অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড ১৩ ধাপ উন্নতি করে ক্যারিয়ার–সেরা ১৩তম স্থানে (৬৩৭ পয়েন্ট) পৌঁছেছেন।

বোলিং র‍্যাঙ্কিংয়েও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে ৫/২০ নেওয়ার পর দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ এগিয়ে গেছেন দুই ধাপ, রেটিং ৭১২ নিয়ে এখন তিনি শীর্ষস্থানীয় সোফি একলস্টোনের সবচেয়ে কাছাকাছি অবস্থানে।

অস্ট্রেলিয়ার আনাবেল সাদারল্যান্ড ও কিম গার্থও এক ধাপ করে উন্নতি করে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে উঠে এসেছেন।

ভারতের শ্রী চরনী দুটি নকআউট ম্যাচে তিন উইকেট নিয়ে সাত ধাপ এগিয়ে ২৩তম স্থানে (৫১১) পৌঁছেছেন।

বিশ্বকাপের সেরা খেলোয়াড় দীপ্তি শর্মা সেমিফাইনাল ও ফাইনালে মিলিয়ে ৭ উইকেট ও ৮২ রান করে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে (৩৯২) উঠেছেন, পিছিয়ে দিয়েছেন সাদারল্যান্ডকে (৩৮৮)।

দক্ষিণ আফ্রিকার নাডিন ডি ক্লার্কও শেষ দুই ম্যাচে তিন উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে দশম স্থানে (২৬২) উঠে এসেছেন।