ব্রাজিল দল ঘোষণা, ৩ বছর পর ফিরলেন ফাবিনিয়ো
প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী লুচানো জোবা। সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য সোমবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
এছাড়া তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনিয়ো। পাশাপাশি জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড ভিতো হকেও, যিনি ২০২৩ সালে জাতীয় দলের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেছিলেন। বার্সেলোনার সাবেক এই ফুটবলার বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন।
বামপাশের ডিফেন্ডার জোবা ক্লাব ফুটবলে খেলছেন ব্রাজিলের বাহিয়া দলে। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ২৮ ম্যাচে করেছেন ৫ গোল ও ৪ অ্যাসিস্ট, যা তাঁকে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে দিয়েছে।
গত মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলা দলে পরিবর্তন এনেছেন আনচেলত্তি। বাদ পড়েছেন কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, বেরাল্দো, ভান্দেরসন, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, গাব্রিয়েল মার্তিনেল্লি ও ইগো জেসুস।
চোট কাটিয়ে সম্প্রতি সান্তোসের হয়ে মাঠে ফেরা ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার এখনও ফিরতে পারেননি জাতীয় দলে। ইনজুরির কারণে এবারও দলে নেই বার্সেলোনার রাফিনিয়া ও লিভারপুল গোলরক্ষক আলিসন।
আসন্ন প্রীতি ম্যাচে ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে নামবে ব্রাজিল, আর ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে মুখোমুখি হবে তিউনিসিয়ার।
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।
ব্রাজিল দল:
গোলরক্ষক: বেন্তো, এদেরসন, উগো সোসা
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, কাইয়ো এনরিকে, দানিলো, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালিয়াইস, লুচানো জোবা, পাওলো এইহিক, মার্কিনিয়োস, ওয়েজলি
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, ফাবিনিয়ো, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভোঁ উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র, ভিতো হকে।