বাংলাদেশ দলের ব্যাটিং কোচ আশরাফুল, টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক
বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকেই তিনি দায়িত্ব পালন শুরু করবেন।
আশরাফুল দায়িত্ব নিচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিনের জায়গায়, যিনি এত দিন পর্যন্ত ডেভিড হেম্পের বিদায়ের পর থেকে ব্যাটিং ইউনিটের তত্ত্বাবধান করছিলেন। ২০১৪ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়ার পর এটাই হবে আশরাফুলের জাতীয় দলের ড্রেসিংরুমে প্রথম প্রত্যাবর্তন।
দেশের ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন পর্যায়ে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন আশরাফুল। এছাড়া গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের ব্যাটিং ইউনিটের দায়িত্বও দু’বার সামলেছেন তিনি।
এদিকে সাবেক বাঁহাতি স্পিনার ও বর্তমান বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাক আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আব্দর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘আশরাফুলের অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি কোচিং কোর্স সম্পন্ন করেছেন, আর মূলত তার অভিজ্ঞতাই আমাদের এই দায়িত্বে তাঁকে বেছে নেওয়ার প্রধান কারণ।’
তিনি আরও বলেন, ‘সালাউদ্দিন ভাই সিনিয়র সহকারী কোচ হিসেবেই দায়িত্ব পালন করবেন। কারও কাজের ব্যর্থতা বা বরখাস্ত হওয়া নিয়ে কোনো আলোচনা হয়নি।’
নিজের দায়িত্ব প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘টিম ডিরেক্টর হিসেবে আমি পর্যবেক্ষণ করব, সবাই ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখব, এবং যেকোনো সহায়তার প্রয়োজন হলে তা দেওয়ার চেষ্টা করব।’