যুক্ত হয়নি বিকাশ, অনুমোদন পায়নি নগদ
ব্যাংক, মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান (এমএফএস) ও পিএসপির মধ্যে আন্তঃলেনদেন সেবা চালু হয়েছে। এ সেবায় অনেক প্রতিষ্ঠান যুক্ত হলেও শীর্ষ স্থানীয় এমএফএস বিকাশ নিরাপত্তা ইস্যুতে যুক্ত হয়নি। আর নগদকে যুক্ত হওয়ার অনুমোদন দেয়নি বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে।
জানা গেছে, সব প্রতিষ্ঠানের মতামত নিয়ে গত ১৩ অক্টোবর সার্কুলার দিয়ে সব ব্যাংক, এমএফএস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তঃলেনদেন চালুর জন্য ১ নভেম্বর তারিখ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। তবে গত বৃহস্পতিবার এ সেবায় ১০টি প্রতিষ্ঠান যুক্ত হলেও নগদকে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার অনুমোদন দেয়নি বাংলাদেশ ব্যাংক। আর
অনুমোদন পেলেও গত বৃহস্পতিবার বিকাশ এ সেবায় যুক্ত হওয়ার জন্য প্রস্তুত নয় জানিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
কী ধরনের নিরাপত্তা ইস্যুর জন্য যুক্ত হয়নি বিকাশÑ এ প্রশ্নে বিকাশের জনসংযোগ বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, বিকাশ শুরু থেকেই বাংলাদেশে ব্যাংকের আন্তঃলেনদেন সেবা চালুর উদ্যাগের সঙ্গে যুক্ত আছে। সেই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এই সেবার সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে। আমাদের বিশ্বাস, এই সুবিধা গ্রাহকদের জন্য ডিজিটাল লেনদেন আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ইতোমধ্যেই আংশিকভাবে লেনদেন চালু করেছে বিকাশ। তবে গ্রাহক স্বার্থ বিবেচনায় নিয়ে কিছু লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কেননা আন্তঃলেনদেনের নিরাপত্তা ও কার্যকারিতা এই ব্যবস্থায় সংযুক্ত অন্যান্য অংশীজনদের ওপরও নির্ভর করে। তাই এই মুহূর্তে আমরা শক্তিশালী অথেন্টিকেশন এবং স্তরভিত্তিক (লেয়ারড) নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছি, যাতে লেনদেন নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং এ সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে তা দ্রুত সমাধান করা যায়। আমরা আশা করি, সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর খুব দ্রুতই গ্রাহকরা পূর্ণাঙ্গভাবে সেবাটি ব্যবহার করতে পারবেন।
একই প্ল্যাটফর্মে সব ধরনের লেনদেন চালু নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, আমরা সবাইকে নিয়ে আন্তঃলেনদেন চালু করতে চেয়েছি। কিন্তু শেষ মুহূর্তে বিকাশ নিরাপত্তা ইস্যুতে তিন মাস সময় চেয়েছে। সেই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ ছিল না। তবে কেন তিন মাস সময় লাগবে তা জানতে আমরা তাদের ডাকব। আর নগদের আইনি জটিলতা থাকার কারণে অনুমোদন দেওয়া হয়নি। তবে গভর্নরের সঙ্গে এ বিষয়ে মিটিং হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।
আন্তঃলেনদেন চালু নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, দেশে নগদ অর্থ লেনদেন কমানোর জন্য ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (এনপিএসবি) অবকাঠামো ব্যবহার করে সব ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান এবং লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নভেম্বর মাসের শুরু থেকেই ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর এই লেনদেন কার্যকর হচ্ছে। নতুন নিয়মে ব্যাংক থেকে যে কোনো ব্যাংক, এমএফএস ও পিএসপিতে এক হাজার টাকা পাঠালে গ্রাহককে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা মাশুল গুনতে হবে। তবে ব্যাংক চাইলে আগের মতো বিনা খরচে এ সেবা দিতে পারবে।
আরও পড়ুন:
পাল্টে যেতে পারে আন্দোলনের ধরন