আ.ক.ম. মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, বিএনপির শুভবুদ্ধির উদয় হোক। নিয়ে কিছু বলার থাকলে বিএনপি ইলেকশন কমিশনকে বলুক; কমিশন তা বিবেচনা করবে। গতকাল দুপুরে আখাউড়া খরমপুর কেল্লা বাবার মাজার জিয়ারতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি ধ্বংসাত্মক কর্মকা- ছেড়ে নির্বাচনে অংশগ্রহণ করলে সরকারেরও কোনো আপত্তি থাকবে না। যদি বিএনপি নির্বাচনে আসতে চায় আমরা তাদের সবসময় অভিনন্দন জানাই। ধ্বংসাত্মক কাজ ছেড়ে সাংবিধানিক পথে নির্বাচনে অংশগ্রহণ করলে সরকারের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন:
পাল্টে যেতে পারে আন্দোলনের ধরন