রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপি

নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপি

রাষ্ট্রীয় অর্থ লোপাট করে দলছুটদের দিয়ে সরকার নতুন দল বানাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করে বলেন, জনপ্রিয় রাজনৈতিক দল কখনো অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভাগিয়ে নেয় না।

এটা করে গ্রাম্য মোড়ল ও টাউটরা। এরশাদও দলছুটদের নিয়ে এভাবে দল ও সরকার গঠন করেছিল। এখন শেখ হাসিনাও সেটি অনুসরণ করছেন। সরকারের নির্দেশে গোয়েন্দা সংস্থাগুলো বিএনপি ও সমমনা দলগুলো থেকে লোক ভাগাচ্ছে।

রিজভী বলেন, সারাদেশে র‌্যাবের জন্য ৪২৮টি কেন্দ্র বানানো হচ্ছে। এদের কাজ কী? একতরফা নির্বাচনের জন্য তারা নেতাকর্মীদের বেপরোয়াভাবে গ্রেপ্তার করছে। সে কারণেই সারাদেশে র‌্যাবের ৪২৮টি কেন্দ্র করা হয়েছে। বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে গতকাল র‌্যাব গ্রেপ্তার করেছে। আমি এর নিন্দা জানাচ্ছি। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৯০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০টি মামলায় ১২৫০ জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। হামলা চালিয়ে একজনকে হত্যা ও ২৫ জনের অধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে।

এদিকে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২২ নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।