ওয়াশিংটন-অর্শদীপে সিরিজ সমতায় ভারত
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে ৫ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে ভারত। আর্শদীপের অসাধারণ বোলিং ও ওয়াশিংটন সুন্দর এবং জিতেশ শর্মার ঝড়ো ব্যাটিংয়ে এ জয় তুলে নেয় সফরকারীরা। সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে ভারত। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
হোবার্টে অস্ট্রেলিয়ার পক্ষে টিম ডেভিড (৭৪ রান ৩৮ বলে) ও মার্কাস স্টয়নিস (৬৪ রান ৩৯ বলে) ঝোড়ো ইনিংস খেললেও অর্শদীপের তিন উইকেটে তারা ২০০ পেরোতে ব্যর্থ হয়। স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করে ১৮৬ রান। জবাবে ভারত ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলে সহজ জয় পায়।
ভারতের ইনিংসের শুরুটা করেন অভিষেক শর্মা, যিনি জেভিয়ার বার্টলেটকে পয়েন্টের ওপর দিয়ে ছক্কা মেরে আক্রমণ শুরু করেন। দ্বিতীয় ওভারে শন অ্যাবোটের বলে দুই চার ও এক ছক্কা মারেন। তবে ১৬ বলে ২৫ রান করে নাথান এলিসের বলে ক্যাচ তুলে দেন অভিষেক।
সুর্যকুমার যাদব এলিস ও অ্যাবোটের বলে দুটি ছক্কা মারলেও ২৪ রানে থেমে যান। শুভমান গিল ১৫ রান করে এলবিডব্লিউ হন। পাওয়ারপ্লে শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৬৪/২। এরপর তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল মিলে ইনিংস গড়ে তোলেন। তবে এলিস আবার আঘাত হেনে অক্ষরকে (১৭) আউট করে তার তৃতীয় উইকেট নেন।
দলে কুলদীপ যাদবের জায়গায় ফেরা ওয়াশিংটন সুন্দর শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। এলিসকে ছক্কা ও কুনেমানকে বাউন্ডারি মারার পর অ্যাবোটের এক ওভারে মারেন এক চার ও দুই ছক্কা। এরপর তিলক (২৯) আউট হলেও জিতেশ শর্মা (সঞ্জু স্যামসনের পরিবর্তে দলে) এসে সুন্দরকে ভালো সঙ্গ দেন।
শেষ পাঁচ ওভারে দরকার ছিল ৩৫ রান। জিতেশ এলিসের বলে দারুণ স্কুপে বাউন্ডারি মারেন। সুন্দর স্টয়নিসকে ছক্কা মারলে সমীকরণ নেমে আসে ১৮ বলে ১৬ রানে। স্টয়নিসের ওভারে জিতেশ একটি ক্যাচ ছেড়ে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করেন, সুন্দরও আরও একটি চার মারেন। শেষমেশ সুন্দর ২৩ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন, আর জিতেশ ১৩ বলে ২২ রানে অপরাজিত থেকে ১৯তম ওভারে অ্যাবোটকে চার মেরে ম্যাচ শেষ করেন।
এর আগে টস জিতে ভারত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। অর্শদীপ, যিনি হার্শিত রানার পরিবর্তে দলে ফিরেছিলেন, শুরুতেই ট্রাভিস হেডকে (মিড-অফে ক্যাচ) আউট করেন। পরের ওভারে জশ ইংলিসকেও পুল করতে গিয়ে ক্যাচ দেন।
চতুর্থ উইকেটে ডেভিড ও স্টয়নিসের জুটি ৪৫ রান যোগ করে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। ডেভিড ২৩ বলে ফিফটি পূর্ণ করেন, তবে পরে শিভম দুবের বলে লং-অফে ক্যাচ তুলে দেন। স্টয়নিস শেষ পর্যন্ত ৩২ বলে ফিফটি করলেও শেষদিকে অর্শদীপ ও বুমরাহর নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়া বড় স্কোর করতে ব্যর্থ হয়।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া – ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ (টিম ডেভিড ৭৪, মার্কাস স্টয়নিস ৬৪; অর্শদীপ সিং ৩-৩৫, বরুণ চক্রবর্তী ২-৩৩)
ভারত – ১৮.৩ ওভারে ৫ উইকেটে ১৮৮ (ওয়াশিংটন সুন্দর ৪৯*, তিলক ভার্মা ২৯; নাথান এলিস ৩-৩৬)
ফলাফল: ভারত ৫ উইকেটে জয়ী হয়ে সিরিজে ১-১ সমতা আনে।