সালাহর ২৫০ গোলের মাইলফলকে লিভারপুলের স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২৫, ১৩:২৪
শেয়ার :
সালাহর ২৫০ গোলের মাইলফলকে লিভারপুলের স্বস্তির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে জয়ে ফিরেছে লিভারপুল। শনিবার অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলাকে ২–০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে আর্না স্লটের শিষ্যরা। ম্যাচে গোল করে ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছেন মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার এটি ২৫০তম গোল।

ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের বড় ভুলের সুযোগ নিয়ে প্রথমার্ধে গোল করেন সালাহ। দ্বিতীয়ার্ধে রায়ান গ্র্যাভেনবার্খের শটে নিশ্চিত হয় লিভারপুলের জয়, যা তাদের সাম্প্রতিক দুর্দশা কাটানোর স্বস্তি এনে দিয়েছে।

এই গোলের মাধ্যমে সালাহ লিভারপুলের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে ২৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। এর আগে কেবল রজার হান্ট (২৮৫) ও ইয়ান রাশ (৩৪৬) এই কীর্তি গড়েছিলেন।

এই জয়ে কিছুটা স্বস্তি পেল লিভারপুল, কারণ এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে তারা শেষ সাত ম্যাচের ছয়টিতে হেরেছিল, যার মধ্যে চারটি ছিল প্রিমিয়ার লিগে টানা পরাজয়। অন্যদিকে নানাবিধ জয়ে থাকা অ্যাস্টন ভিলার টানা চার ম্যাচের জয়যাত্রা থেমে গেল অ্যানফিল্ডে।

এই জয়ের পর ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিভারপুল উঠে এসেছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে কিন্তু এক ম্যাচ হাতে রেখে দ্বিতীয় স্থানে আছে বোর্নমাউথ। শীর্ষে রয়েছে আর্সেনাল, ২৫ পয়েন্ট নিয়ে। ভিলা ১৫ পয়েন্টে ১১তম স্থানে।