এবমাপ্পের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল রিয়াল
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে উজ্জ্বল এক রাত কাটাল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে জাভি আলোনসোর শিষ্যরা।
প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়র একটি পেনাল্টি মিস করলেও তা ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। এমবাপ্পের পাশাপাশি জুড বেলিংহাম ও আলভারো ক্যারেরাসও গোল করেন, যার সুবাদে আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই প্রভাব বিস্তার করে জয়ে উল্লাস করে ‘লস ব্লাঙ্কোস’।
পুরো ম্যাচ জুড়ে রিয়ালের দাপট ছিল একচেটিয়া-৬৫ শতাংশ বল দখল ও ২১টি শট, যার মধ্যে ১১টি ছিল অন টার্গেট। বিপরীতে, ভ্যালেন্সিয়া পুরো ম্যাচে মাত্র চারটি শট নিতে পেরেছিল, যার কেবল একটি গোলরক্ষককে পরীক্ষা নেয়।
এই জয়ে ১১ ম্যাচে ১০ জয় ও ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে ভিয়ারিয়াল ৪-০ গোলে রায়ো ভায়েকানোকে উড়িয়ে দিয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এক ম্যাচ হাতে রেখেই কাতালানরা ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে।