সেই শান্তই টেস্ট দলের অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক
০১ নভেম্বর ২০২৫, ২০:৫৮
শেয়ার :
সেই শান্তই টেস্ট দলের অধিনায়ক

গত জুন মাসে ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পরপরই টেস্টের নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। এর পর থেকে আর ৯০ ওভারের ক্রিকেট খেলেনি বাংলাদেশ। তাই নতুন অধিনায়ক খোঁজার ঝক্কিও পোহাতে হয়নি। তবে নতুন কাউকে না খুঁজে শান্ততেই আস্থা রাখতে চেয়েছে বিসিবি। রাজি হয়েছেন শান্তও।

 শনিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল।

 শান্ত বলেছেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পালন করে যেতে পারাটা আমার জন্য সত্যিই সম্মানের। আমার নেতৃত্বের প্রতি বোর্ড যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তাতে আমি কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার প্রতিদান দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চটা দেব।’

 বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, ‘শান্ত ধৈর্য, প্রতিশ্রুতি এবং টেস্ট ক্রিকেটকে গভীরভাবে বোঝার প্রমাণ দিয়েছে। ওর (শান্ত) নেতৃত্বে দল পরিণত ও আত্মবিশ্বাসী হয়েছে। বোর্ড মনে করে, নতুন এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগিয়ে যাওয়ার পথে নেতৃত্বের এই ধারাবাহিকতা আমাদের জন্য সুফল বয়ে আনবে।’

 ২০২৩ সালে প্রথমবারের মতো টেস্ট অধিনায়ক হন শান্ত। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে ওদেরই মাঠে দুটি টেস্ট জিতেছে। সব মিলিয়ে শান্তর নেতৃত্বে ৪ টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে ১টি, হেরেছে ৯টি।

আমাদের সময়/জেডএ/জেআই