বিশ্বকাপ ফাইনালের আম্পায়ারদের নাম ঘোষণা করল আইসিসি

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৫, ১৩:১৭
শেয়ার :
বিশ্বকাপ ফাইনালের আম্পায়ারদের নাম ঘোষণা করল আইসিসি

নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালের জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারি নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামীকাল রবিবার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারতের নাভি মুম্বাইয়ের ড. ডি.ওয়াই. পাতিল স্পোর্টস একাডেমি মাঠে শিরোপা নির্ধারনী ম্যাচ গড়াবে।

ঐতিহাসিক এই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো নারী বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে।

ফাইনালে এলোইস শেরিডান এবং জ্যাকুলিন উইলিয়ামস দায়িত্ব পালন করবেন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে। তারা দুজনই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনায় অভিজ্ঞ। এই দুই আম্পায়ারই সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ডের বিপক্ষে ১২৫ রানের জয়ে দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়া গ্রুপ পর্বে ৯ অক্টোবর অনুষ্ঠিত ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচেও উইলিয়ামস ছিলেন দায়িত্বে, যে ম্যাচে দক্ষিণ আফ্রিকা রোমাঞ্চকর রান তাড়ায় জয় পেয়েছিল।

ফাইনালের বাকি অফিসিয়াল টিমের সদস্যরা হলেন —

তৃতীয় আম্পায়ার: সু রেডফার্ন

চতুর্থ আম্পায়ার: নিমালি পেরেরা

ম্যাচ রেফারি: মিশেল পেরেরা

ফাইনাল ম্যাচটি স্থানীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে।

এই ম্যাচের মধ্য দিয়েই পর্দা নামবে এবারের রোমাঞ্চকর নারী বিশ্বকাপের, যেখানে সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে এবং দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।