গোল্ডেন বুট হাতে পেয়ে যা বললেন এমবাপ্পে
রিয়াল মাদ্রিদে আরও বহু বছর থাকতে চান এবং ক্লাবের হয়ে আরও অনেক শিরোপা জিততে চান। শুক্রবার সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ২০২৪–২৫ মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন বুট বুঝে পেয়ে এমন মন্তব্য করেন কিলিয়ান এমবাপ্পে।
গত মৌসুমে লা লিগায় ৩১ গোল করে এমবাপ্পে এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি জেতেন, যা তার ক্যারিয়ারের প্রথম। পুরস্কারটি প্রদান করে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া, যারা ইউরোপের বিভিন্ন লিগের সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে প্রতিযোগিতার মান অনুযায়ী পয়েন্ট নির্ধারণ করে বিজয়ী নির্ধারণ করে।
এমবাপ্পে ৩১ গোল করে ৬২ পয়েন্ট অর্জন করেন, যা তাকে দ্বিতীয় স্থান পাওয়া ভিক্তর গিয়োকারেস (৫৮.৫ পয়েন্ট, স্পোর্টিং সিপি) ও তৃতীয় স্থান পাওয়া মোহাম্মদ সালাহর (৫৮ পয়েন্ট, লিভারপুল) ওপরে রাখে।
২০২৩–২৪ মৌসুমে এই পুরস্কার জিতেছিলেন হ্যারি কেইন, ২০২২–২৩ মৌসুমে আর্লিং হলান্ড ও এর আগের দুটি মৌসুমে রবার্ট লেভান্ডভস্কি।
বার্নাব্যুতে আয়োজিত অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের কোচ জাভি আলোনসো, দলের খেলোয়াড়রা এবং ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ উপস্থিত ছিলেন।
পুরস্কার গ্রহণের পর এমবাপ্পে বলেন, ‘গোল্ডেন বুট জেতা আমার জন্য অনেক বড় আনন্দের। এটি আমার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ আমি প্রথমবার এই পুরস্কার জিতলাম। একজন ফরোয়ার্ড হিসেবে এটি আমার কাছে অনেক অর্থবহ।’
চলতি মৌসুমে নতুন কোচ জাভি আলোনসোর অধীনে দুর্দান্ত ফর্মে আছে রিয়াল মাদ্রিদ-সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে ১২ জয়। সেই দলের অংশ হতে পেরে গর্ব প্রকাশ করেন এমবাপ্পে।
‘আমাদের দলে অবিশ্বাস্য এক দলীয় চেতনা আছে। আমি আশা করি, আমরা এই মৌসুমে বড় কিছু জিতব। ব্যক্তিগত পুরস্কারের চেয়ে দলের সাফল্যই বেশি গুরুত্বপূর্ণ। আমি রিয়াল মাদ্রিদে অনেক বছর থাকতে চাই এবং এমন পুরস্কার আরও অনেকবার জিততে চাই।’
বর্তমানে রিয়াল মাদ্রিদ লা লিগা টেবিলের শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে। সাম্প্রতিক এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারানোর পর তারা শনিবার মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার।
‘আমি চাই দল এভাবেই এগিয়ে যাক, কারণ দলের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। এই খেলোয়াড়রা, ডাক্তার, স্টাফ-সবাই না থাকলে এমন পুরস্কার জেতা অসম্ভব। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করছি, আগামী বছরও আবার জিতব, কারণ আমি মৌসুমটা ভালোভাবেই শুরু করেছি!’
অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, ‘আমরা গর্বিত যে আমাদের দলে তোমার মতো একজন খেলোয়াড় আছে। তুমি এই ক্লাবের মূল্যবোধকে নিখুঁতভাবে ধারণ করো। গত মৌসুমে তুমি উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছ। তুমি লিগে ৩১ ম্যাচে ৩৪ গোল করেছ, সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল। চলতি মৌসুমে তোমার গোলসংখ্যা ইতিমধ্যে ১৬।’