২০২৮ ও ২০২৯ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক কারা

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৫, ১২:১০
শেয়ার :
২০২৮ ও ২০২৯ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক কারা

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগে ২০২৮ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা স্টেডিয়ামে। আর ২০২৯ সালের ফাইনাল আয়োজনের লড়াইয়ে রয়েছে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম ও বার্সেলোনার নবনির্মিত সংস্কার করা ক্যাম্প ন্যু।

শুক্রবার উয়েফা সদস্য দেশগুলোর আগ্রহী বিডারদের তালিকা প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে। এতে বোঝা যাচ্ছে, বহুল আলোচিত নিউইয়র্কে সম্ভাব্য ফাইনালটি অন্তত ২০৩০ সালের আগে অনুষ্ঠিত হচ্ছে না।

উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, ‘এই আগ্রহ প্রকাশ বাধ্যতামূলক নয়, চূড়ান্ত প্রস্তাব ও বিড ডসিয়ার আগামী ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।’

২০২৮ সালের ফাইনালের জন্য একমাত্র আবেদন এসেছে মিউনিখ থেকেই। এর আগে এই শহরেই গত মৌসুমের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। আর ২০২৪ সালের ফাইনাল হয়েছিল ওয়েম্বলিতে।

অন্যদিকে বার্সেলোনা সর্বশেষ ফাইনাল আয়োজন করেছিল ১৯৯৯ সালে। যে বছর ম্যানচেস্টার ইউনাইটেড ইনজুরি টাইমে দুই গোল করে বায়ার্নকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল।

চলমান সংস্কার শেষে ক্যাম্প ন্যুর ধারণক্ষমতা বেড়ে দাঁড়াবে ১ লাখ ৫ হাজারে। যা হবে ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম।

উয়েফার নির্বাহী কমিটি আগামী সেপ্টেম্বরে ২০২৮ ও ২০২৯ মৌসুমের সব ক্লাব প্রতিযোগিতার ফাইনালের আয়োজক দেশ নির্ধারণ করবে।

এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়। যেখানে ইউরোপীয় সময় অনুযায়ী প্রথমবারের মতো ফাইনাল শুরু হবে সন্ধ্যার আগেই। ২০২৭ সালের ফাইনাল হবে আতলেতিকো মাদ্রিদের স্টেডিয়ামে।

উল্লেখ্য বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ ২০২১ সালের বিফল সুপার লিগ প্রকল্পের সদস্য ছিল। একই প্রকল্পের সদস্য ছিল জুভেন্টাস, যারা এখন ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনাল আয়োজনের আগ্রহ দেখিয়েছে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন প্রস্তাব দিয়েছে, তুরিনের ৪১,০০০ আসনবিশিষ্ট জুভেন্টাস স্টেডিয়ামে ২০২৮ বা ২০২৯ সালে ইউরোপা লিগ বা কনফারেন্স লিগের যেকোনো একটির ফাইনাল আয়োজন করা যেতে পারে। এখানেই ২০১৪ সালে ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল, যদিও সেই আসরে জুভেন্টাস সেমিফাইনালে বিদায় নেয়।

রোমানিয়ার বুখারেস্ট ন্যাশনাল স্টেডিয়ামও ইউরোপা লিগ ফাইনালের আয়োজক হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় আছে। ফ্রান্সও আগ্রহ দেখিয়েছে, তবে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি প্যারিসের পার্ক দে প্রিন্স না লিওঁর হোম স্টেডিয়াম-কোনটি বিডে রাখা হবে।

নির্মাণাধীন দুটি স্টেডিয়ামও এই দৌড়ে আছে। সার্বিয়ার নতুন ন্যাশনাল অ্যারেনা (বেলগ্রেড) ২০২৮ সালের জন্য প্রতিদ্বন্দ্বী, আর তুরস্কের আঙ্কারার ১৯ মে স্টেডিয়াম রয়েছে ২০২৯ সালের তালিকায়।

৬৭,০০০ আসনের পুসকাস অ্যারেনাও ২০২৮ বা ২০২৯ সালের কনফারেন্স লিগ ফাইনাল আয়োজনের প্রার্থী। এটি হলে, ২০২১ সালে শুরু হওয়া এই তৃতীয় স্তরের প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বড় ভেন্যুতে ফাইনাল আয়োজন হবে। এর প্রথম দুটি ফাইনালে ২০,০০০–এরও কম দর্শক ছিল — যথাক্রমে তিরানা ও প্রাগে।

এছাড়া ফ্রান্সের লিল স্টেডিয়াম, পোল্যান্ডের এরিনা গ্দানস্ক, ও কাজাখস্তান (যারা এখনো রাজধানী আস্তানা নাকি কাইরাত আলমাটির মাঠ বেছে নেবে তা ঠিক করেনি) — এই ভেন্যুগুলোও বিডে রয়েছে।

ফিনল্যান্ডের হেলসিঙ্কি অলিম্পিক স্টেডিয়াম ২০২৯ সালের ফাইনালের সম্ভাব্য আয়োজক।

নারীদের ফুটবলের ফাইনালের জন্যও প্রতিদ্বন্দ্বিতা চলছে। লিওঁর হোম স্টেডিয়াম, যা ২০১৯ সালের নারী বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ছিল, এবং সুইজারল্যান্ডের বাসেলের সেন্ট জাকব পার্ক, যেখানে এ বছর নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে-উভয়েই ২০২৮ বা ২০২৯ সালের নারী চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজনের জন্য বিড করেছে।

২০২৮ সালের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে আথলেতিক বিলবাও ও গালাতাসারায়র স্টেডিয়াম, আর ২০২৯ সালের তালিকায় আছে ডাবলিনের আইরিশ ন্যাশনাল স্টেডিয়াম এবং ওয়েলসের কার্ডিফ স্টেডিয়াম, যেখানে ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল পুরুষদের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল।