রোহিতকে পেছনে ফেলে বাবরের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৫, ০৮:২৫
শেয়ার :
রোহিতকে পেছনে ফেলে বাবরের বিশ্বরেকর্ড

রোহিত শর্মাকে পেছনে ফেলে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ইতিহাস গড়েছেন বাবর আজম। গাদ্দাফি স্টেডিয়ামে চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই বিশ্বরেকর্ডে পৌঁছান পাকিস্তানের তারকা ব্যাটার।

৪,২২৩ রান নিয়ে ম্যাচে নামা বাবরের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। যেখানে ইনিংসের শুরু থেকেই স্বভাবসুলভ ভঙ্গিতে খেলে শুরু করেন বাবর। করবিন বশের বল কভার দিয়ে চিরচেনা ড্রাইভে চার মেরে ইনিংস শুরু করেন তিনি। এরপরের ১০ বলে আরও চার রান যোগ করেন, কারণ অপরপ্রান্তে সাইম আয়ুব তখন দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর আধিপত্য বিস্তার করছিলেন।

অবশেষে পাকিস্তানের ইনিংসের ১২তম ওভারের প্রথম বলেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডোনোভান ফেরেইরার বলে লং-অফে এক রান নিয়ে নিজের নাম লেখান নতুন ইতিহাসে।

পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকরা:

১/বাবর আজম – ৪২৩২ রান (১৩০ ম্যাচ)*

২/রোহিত শর্মা – ৪২৩১ রান (১৫৯ ম্যাচ)

৩/বিরাট কোহলি – ৪১৮৮ রান (১২৫ ম্যাচ)

৪/জস বাটলার – ৩৮৬৯ রান (১৪৪ ম্যাচ)

উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান এই হোম সিরিজ দিয়েই বাবরের টি-টোয়েন্টি দলে ফেরা হলো। গত বছর ডিসেম্বরের একই প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচের অ্যাওয়ে সিরিজের পর থেকে তিনি এই ফরম্যাটে ছিলেন না।

সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপ ২০২৫–এও পাকিস্তান স্কোয়াডে ছিলেন না বাবর। কারণ দল তখন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০২৬ কথা ভেবে তরুণদের গড়ে তোলায় মনোযোগ দিচ্ছিল।

তবে আট দলের এই টুর্নামেন্টে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর আবারও ডাকা হয় অভিজ্ঞ ডানহাতি ব্যাটারকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে, যারা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স-আপ হয়েছিল।

যদিও সিরিজের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরাটা ছিল হতাশাজনক-বাবর শূন্য রানে আউট হন। কিন্তু লাহোরে সেই হতাশা পেছনে ফেলে গড়েছেন এক অনন্য ইতিহাস।