তানজিদের ৮৯ রানের পরও ১৫১ রানে শেষ বাংলাদেশ
আগের ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছিলেন তানজিদ হাসান তামিম। টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেললেন এই বাঁহাতি ওপেনার। তবে ৬২ বলে তার ৮৯ রানের পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৫১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
সিরিজ হার আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আজ তৃতীয় ম্যাচ তাই হোয়াইটওয়াশ এড়ানোর। চট্টগ্রামে এমন ম্যাচে টসে জিতেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তবে আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাটিংয়ে হতশ্রী অবস্থা দেখালেন টাইগাররা। একা ওই প্রতিরোধ গড়লেন তানজিদ।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেছেন সাইফ হাসান। এর বাইরে কেউ দুই অঙ্কের রানই স্পর্শ করতে পারেননি। ৪ বলে ৯ রান করেছেন তাসকিন আহমেদ। ক্যারিবিয়ানদের হয়ে ৩ উইকেট নেন রোমারিও শেফার্ড। হ্যাটট্রিকও পেয়ে গেছেন তিনি। ইনিংসের শেষ ওভারে তানজিদকে আউট করার পরের বলে শরীফুলকে বোল্ড করেছেন শেফার্ড। এর আগে নিজের আগের ওভারের শেষ বলে নুরুল হাসান সোহানকে আউট করেছিলেন তিনি।