অভিষেকের দুরন্ত ব্যাটিংয়েও অস্ট্রেলিয়ার কাছে উড়ে গেল ভারত

​ স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ১৯:০৯
শেয়ার :
অভিষেকের দুরন্ত ব্যাটিংয়েও অস্ট্রেলিয়ার কাছে উড়ে গেল ভারত

অভিষেক শর্মা ছাড়া ভারতের বিপক্ষে আর দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন কেবল হর্ষিত রানা। এমন ধসের মধ্যেও প্রায় দুই শ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অভিষেক। তবে একার লড়াইয়ে দলকে ১২৫ রানের বেশি পুঁজি এনে দিতে পারেননি তিনি। তাতে অস্ট্রেলিয়ার কাছে তার দলও হেরেছে ৪০ বল বাকি থাকতে, ৪ উইকেটে। 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে। আজ শেষ দিকে কয়েকটি উইকেট হারালেও, অনায়াস জয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

মেলবোর্নে প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক মাত্র ৩৭ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬৮ রান। সাত নম্বরে নেমে ৩৩ বলে ৩৫ রান করেন হার্ষিত রানা। বাকিদের সম্মিলিত রান ১৯! অতিরিক্ত থেকে আসে ৩ রান। বল হাতে অস্ট্রেলিয়ার নায়ক জশ হ্যাজলউড। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে শুভমান গিল, সূর্যকুমার ও তিলাক ভার্মার গুরুত্বপূর্ণ উইকেট নেন ৩৪ বছর বয়সী এই পেসার। অন্য দুই পেসার জেভিয়ার বার্টলেট ও ন্যাথান এলিস শিকার করেন ২টি করে উইকেট।

রান তাড়ায় অস্ট্রেলিয়ার জয় সহজ করে দেন অধিনায়ক মিচেল মার্শ। ৪ ছক্কা ও ২ চারে ২৬ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এর বাইরে ট্রাভিস হেড ২৮ ও জশ ইংলিশ ২০ রান করেন। শেষদিকে বেশ কিছু উইকেট হারায় অজিরা। জাসপ্রিত বুমরাহর পাশাপাশি দুইটি করে উইকেট নেন দুই স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।