হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৪ পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ কোনোমতে ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই হেরে বসে। আজ তৃতীয় ম্যাচটি আনুষ্ঠানিকতার, তবে বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। আগের দুই ম্যাচেই টসে হেরেছিলেন লিটন, করতে হয়েছিল ফিল্ডিং।
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশ আগের ম্যাচের দল থেকে চারটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান, মেহেদী হাসান, শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন।
দুই দলের একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, জাকের আলী, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ:ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানাজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ (অধিনায়ক), আমির জাঙ্গু (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, গুদাকেশ মতি, আকিল হোসেইন ও খারি পিয়েরে।