বাবার পথে রোনালদো জুনিয়রের নতুন অধ্যায়
পর্তুগালের জার্সি গায়ে চাপিয়ে গোলের বিশ্বরেকর্ড গড়েছেন বাবা ক্রিস্টিয়ানো রোনালদো। বাবার মতো ছেলেও গায়ে চাপাতে চান পর্তুগালের জার্সি। হাঁটছেন সেই পথেই। এর আগে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেছেন রোনালদো জুনিয়র। এবার অনূর্ধ্ব-১৬ দলের হয়ে তিনি মাঠে নামলেন প্রথমবার।
তুরস্কের বিপক্ষে রোনালদো জুনিয়রের অভিষেক ম্যাচে ২-০ গোলে জয় পায় পর্তুগাল। ম্যাচের শেষদিকে কয়েকমিনিটের জন্য নামানো হয় ক্রিস্টিয়ানো পুত্রকে। মূলত নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ে নামানো হয় তাকে।
ক্লাব ফুটবলে সৌদি প্রো লিগে বাবার দল আল নাসরের একাডেমির হয়ে খেলেন রোনালদো জুনিয়র। সেখান থেকেই পাদপ্রদীপের আলোয় আসেন তিনি।
প্রসঙ্গত, পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দল তুরস্কে খেলছে ফেডারেশনস কাপে। শনিবার তাদের প্রতিপক্ষ ওয়েলস, সোমবার ইংল্যান্ড। রোনালদো জুনিয়রের ঝলক তাই সামনেও দেখা যেতে পারে।