ওয়ানডে বিশ্বকাপকে বিদায় বললেন অ্যালিসা হিলি
কোনো ম্যাচ না হেরেই নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে সেমিফাইনালের মঞ্চে স্বাগতিক ভারতের কাছে হার মেনে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সবচেয়ে সফল দলটি। এর পরই দলটির অধিনায়ক অ্যালিসা হিলি ঘোষণা দেন, বিশ্বকাপে আর খেলবেন না তিনি।
২০১৩ সালে নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেবার জয়ী দলের সদস্য ছিলেন হিলি। এরই মধ্যে বয়স ৩৫ পেরিয়েছে তার। আগামী বিশ্বকাপে হবে ৩৯। অত বছরে নিজেকে আর আন্তর্জাতিক এই টুর্নামেন্টে দেখছেন না হিলি।
যদিও ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ব্যাপারে এখনো কিছু জানাননি হিলি। এদিকে, ওয়ানডে বিশ্বকাপ না খেললেও আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন ৬টি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী হিলি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে।
পরের ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে হিলি বলেন, ‘আমি সেখানে থাকব না। বলেই দিচ্ছি। পরের চক্রে তাকানো সৌন্দর্যই এমন, আমরা দেখব কী অপেক্ষায়। আগামী বছরের মাঝামাঝি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, আমাদের দলের জন্য যা রোমাঞ্চকর। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে ক্রিকেটে কিছুটা পালাবদল দেখা যাবে আবার।’