নতুন কোচ নিয়োগ দিল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ১১:৪১
শেয়ার :
নতুন কোচ নিয়োগ দিল জুভেন্টাস

নতুন কোচের নাম ঘোষণা করল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। জাতীয় দলের সাবেক কোচ লুসিয়ানো স্প্যালেত্তিকে নিয়োগ দিয়েছে তারা।

এক বিবৃতিতে স্প্যালেত্তিকে নিয়োগ দেওয়ার কথা জানায় জুভেন্টাস। ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি হয়েছে তার সঙ্গে।

ইতালির সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্প্যালেত্তির পারফরম্যান্সে ক্লাব সন্তুষ্ট হলে মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে।

৬৬ বছর বয়সি স্প্যালেত্তি ইতালির জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে নাপোলি, রোমা, ইন্টার মিলানসহ বেশ কয়েকটি ক্লাবের কোচ ছিলেন। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ এর জুন পর্যন্ত তিনি ইতালি জাতীয় দলের দায়িত্বে ছিলেন।

ইতালির মিলানে এক অনুষ্ঠানে স্প্যালেত্তি বলেন, ‘জুভেন্টাসের মতো দলের দায়িত্ব পাওয়া যেকোনো কোচের জন্য বড় সম্মান। জাতীয় দলের পর আবার ক্লাব ফুটবলে ফিরতে পারলে সেটা আমার জন্য দারুণ হবে।’