অস্ট্রেলিয়ার ৩৩৮ রান তাড়া করে রেকর্ডময় জয়, বিশ্বকাপ ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ০০:১৩
শেয়ার :
অস্ট্রেলিয়ার ৩৩৮ রান তাড়া করে রেকর্ডময় জয়, বিশ্বকাপ ফাইনালে ভারত

প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ৩৩৮ রান তুলে হয়তো বেশ স্বস্তিতেই ছিল অস্ট্রেলিয়া। তবে ঘরের মাঠে অদম্য ভারতের নারীরা। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ মঞ্চে রানের এই পাহাড় অনায়াসেই অতিক্রম করলেন জেমিমা রদ্রিগেজ-হারমানপ্রীত কৌররা। ফাইনালে আগামী রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। 

নাবি মুম্বাইয়ে টসে জিতে প্রথমে ব্যাট করে ফিবি লিচফিল্ডের ৯৩ বলে ১১৯ রানের ওপর ভর করে ৩৩৮ রান করে অস্ট্রেলিয়া। এলিস পেরি ৭৭ ও অ্যাশলেই গার্ডনার করেন ৬৩ রান। 

জবাব দিতে নেমে ভারতকে জেতান জেমিমা ও হারমানপ্রীত। শেষ পর্যন্ত উইকেটে থেকে ১৩৪ বলে ১২৭ রান করেন জেমিমা। আর ৮৮ বলে ৮৯ রান করে আউট হন হারমানপ্রীত। শেষদিকে কার্যকরী ইনিংস খেলে দলের জয়ে সাহায্য করেন দিপ্তি শর্মা, রিচা ঘোষরা। তখনো হাতে ছিল ৯ বল আর ৫ উইকেট।

এই জয়ে ভারতের একটি প্রতিশোধও নেওয়া হয়ে গেল। এই বিশ্বকাপের প্রথম পর্বে ভারতের করা ৩৩০ রান ৬ বল হাতে রেখেই পেরিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেটি ছিল নারী বিশ্বকাপ তো বটেই, নারী ওয়ানডেতেই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। প্রতিশোধের মঞ্চে সেই রেকর্ড ভেঙে দিল ভারত।