ব্যাটার হিসেবে কোহলি এক নম্বর, শচীনকে তিনে রাখলেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫, ১৮:৩৫
শেয়ার :
ব্যাটার হিসেবে কোহলি এক নম্বর, শচীনকে তিনে রাখলেন ম্যাক্সওয়েল

ওয়ানডে ক্রিকেটে সেরা পাঁচ ভারতীয় ব্যাটার বাছাই করতে বলা হয়েছিল অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। সেখানে এক নম্বরে তিনি রেখেছেন বিরাট কোহলিকে। ওয়ানডের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকারকে দুইয়েও রাখেননি ম্যাক্সওয়েল। 

দুই নম্বরে ম্যাক্সওয়েল রেখেছেন কয়েকদিন আগেই তার দেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো রোহিত শর্মাকে। তিন নম্বরে ১৮ হাজার ৪২৬ রানের মালিক শচীনকে রেখেছেন ‘ম্যাক্সি’ হিসেবে পরিচিত এই অজি ক্রিকেটার। তার কাছে সেরা পাঁচে থাকা পরের দুই ব্যাটার হলেন মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিং। বড় নাম হিসেবে বাদ পড়েছেন বীরেন্দর শেবাগ, সৌরভ গাঙ্গুলিরা। 

৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ করেছেন শচীন। আছে ৪৯টি সেঞ্চুরি। অন্যদিকে এখনো ওয়ানডের সক্রিয় ক্রিকেটার রোহিত শর্মার ২৭৬ ম্যাচে আছে ১১ হাজার ৩৭০ রান। আর ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলির রান ১৪ হাজার ২৫৫। সেঞ্চুরি সর্বোচ্চ- ৫১টি। 

ম্যাক্সওয়েল বলেন, ‘আমার নম্বর ২ (হলো) রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে তার পরিসংখ্যান এবং সে যেভাবে খেলেছে তা অবিশ্বাস্য। তিনটি ডাবল সেঞ্চুরি এবং সর্বোচ্চ ২৬৪ রানের স্কোর এমনিতেই অপ্রত্যাশিত, অবিশ্বাস্য। ২৭৬ ম্যাচে ১১ হাজার রানেরও বেশি। দুর্ভাগ্যবশত, ওয়ানডে বিশেষজ্ঞ হিসেবে তার রান কিছুটা হলেও কম। টেস্ট ক্রিকেটে তার পরিসংখ্যান আরও ভালো হওয়া উচিত ছিল কারণ সে একজন ক্লাস প্লেয়ার। আমি তাকে দ্বিতীয় নম্বরে রাখব, এবং এক নম্বরে বিরাট কোহলিকে ছাড়িয়ে যাওয়া কঠিন। তার রান, গড় এবং স্ট্রাইক রেট দেখুন - অবিশ্বাস্য।’