ভারত-দ. আফ্রিকার গুয়াহাটি টেস্টে দেখা যাবে ঐতিহাসিক পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫, ১৬:৪৫
শেয়ার :
ভারত-দ. আফ্রিকার গুয়াহাটি টেস্টে দেখা যাবে ঐতিহাসিক পরিবর্তন

ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে টেস্টে। ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে আগামী ২২ নভেম্বর স্বাগতিক দল ও দক্ষিণ আফ্রিকার মধ্যে শুরু হবে দুই ম্যাচের সিরিজের শেষ টেস্ট। ওই ম্যাচে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব। মধ্যাহ্নভোজের আগে চা বিরতি দেওয়া হবে ওই ম্যাচে। 

ভারতের পূর্বাঞ্চলে আগেভাগেই সূর্যোদয় এবং সূর্যাস্তের কারণে এই বিরল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে খেলার সময় বৃদ্ধি করতে সুবিধা হবে আম্পায়ারদের। 

নতুন সময়সূচী অনুসারে, প্রথম সেশনটি ভারতের স্থানীয় সময় সকাল ৯:০০টা থেকে ১১:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তার পরে ২০ মিনিটের চা বিরতি থাকবে। দ্বিতীয় সেশনটি সকাল ১১:২০টা থেকে ১:২০টা পর্যন্ত চলবে। তারপর খেলোয়াড়রা দুপুর ১:২০টা থেকে ২:০০টা পর্যন্ত মধ্যাহ্নভোজ করবেন। শেষ সেশনটি দুপুর ২:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত চলবে।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘তাড়াতাড়ি চা বিরতির কারণ হলো, গুয়াহাটিতে সূর্যাস্ত আগে হয় এবং সেখানে সূর্যোদয়ও তাড়াতাড়ি শুরু হয়। এই প্রথমবার আমরা চা পানের সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ মাঠে খেলার জন্য অতিরিক্ত সময় পাওয়া যাবে।’

ঐতিহ্যগতভাবে, ভারতে টেস্ট ম্যাচগুলো সকাল ৯:৩০টায় শুরু হয়, ৪০ মিনিটের মধ্যাহ্নভোজের বিরতি (সকাল ১১:৩০ থেকে দুপুর ১২:১০) এবং তারপরে ২০ মিনিটের চা পানের বিরতি (দুপুর ২:১০ থেকে দুপুর ২:৩০) এবং খেলা বিকাল ৪:৩০টা পর্যন্ত চলতে থাকে।

ম্যাচ কর্মকর্তারা প্রতিদিন ৯০ ওভারের কোটা নিশ্চিত করতে খেলার সময় ৩০ মিনিট বাড়িয়ে দিতে পারেন। যদিও বিশ্বজুড়ে টেস্ট খেলার শুরু ও শেষের সময় পরিবর্তিত হতে পারে। ইংল্যান্ডে টেস্ট খেলার সময় দিনের আলো বেশি থাকার কারণে সকাল ১১:০০টায় শুরু হয়। তবে মধ্যাহ্নভোজের পরেই সাধারণত চা পানের বিরতি দেওয়া হয়। 

প্রসঙ্গত, গুয়াহাটিতে মুখোমুখি হওয়ার আগে ভারত ও দক্ষিণ আফ্রিকা ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে তাদের দুই টেস্টের সিরিজ শুরু করবে। দক্ষিণ আফ্রিকার সফরে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টিও খেলবে। ভারত এবং দক্ষিণ আফ্রিকা এখনো পর্যন্ত ৪৪টি টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত ১৬টিতে জিতেছে, যেখানে দক্ষিণ আফ্রিকা ১৮টিতে জয়লাভ করেছে। বাকি ১০টি ম্যাচ ড্রতে শেষ হয়েছে।