দারুণ জয়ে কোয়ার্টারে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫, ১০:১৬
শেয়ার :
দারুণ জয়ে কোয়ার্টারে আর্সেনাল

দ্বিতীয়ার্ধে ইথান এনওয়ানেরি ও বুকায়ো সাকার গোল এনে দিল আর্সেনালকে টানা অষ্টম জয়। কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে এমিরেটস স্টেডিয়ামে ব্রাইটনের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় পায় মিকেল আর্তেতার শিষ্যরা।

ম্যাচের আগে সবার নজর ছিল ১৫ বছর বয়সী ম্যাক্স ডাউম্যানের দিকে, যিনি ক্লাব ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রথম একাদশে নাম লেখান। তবে ম্যাচে আলো কাড়লেন আরেক তরুণ-আর্সেনালের বিখ্যাত হেল এন্ড একাডেমির আরেক রত্ন এনওয়ানেরি।

৫৭ মিনিটে মাইলস লুইস-স্কেলির দারুণ ক্রস থেকে বল জালে জড়িয়ে আর্সেনালকে এগিয়ে নেন ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার। পরে ৭৬ মিনিটে বদলি হিসেবে নামা সাকা দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।

ব্রাইটনেরও গোলের সুযোগ ছিল, তবে আর্সেনালের রক্ষণভাগ ছিল অনবদ্য। মিকেল আর্তেতার দল টানা ছয় ম্যাচে ক্লিন শিট রেখেছে, আর সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে এখন পর্যন্ত মাত্র তিনবারই তাদের জালে বল জড়িয়েছে।

মাত্র ১৫ বছর ১০ মাস বয়সী ডাউম্যানের অভিষেক ম্যাচে আর্তেতা একাদশে আনেন ১০টি পরিবর্তন। শুধুমাত্র এবেরেচি এজে আগের ম্যাচের একাদশ থেকে নিজের জায়গা ধরে রাখেন।