পেদ্রির নতুন চোটে বার্সার দুশ্চিন্তা আরও বাড়ল

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫, ০৮:০৫
শেয়ার :
পেদ্রির নতুন চোটে বার্সার দুশ্চিন্তা আরও বাড়ল

বার্সেলোনার তরুণ স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি বাম পায়ের পেশিতে ছিঁড়ে যাওয়ার (মাসল টিয়ার) চোটে আক্রান্ত হয়েছেন। বুধবার ক্লাবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়, যা লা লিগার ক্লাবটির বাড়তে থাকা ইনজুরি সংকটে আরও নতুন নাম যোগ করল।

২২ বছর বয়সী এই স্প্যানিশ অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন বলে ক্লাব সূত্রে জানা গেছে। ফলে বার্সেলোনার আগামী তিনটি ম্যাচে তাকে পাওয়া যাবে না।

তাছাড়া, নভেম্বর মাসে স্পেনের হয়ে জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতেও অংশ নিতে পারবেন না তিনি।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রথম দলের খেলোয়াড় পেদ্রি বাম উরুর ডিস্টাল বাইসেপস ফেমোরিস মাংসপেশিতে ছিঁড়ে যাওয়ার চোট পেয়েছেন। তার মাঠে ফেরার সময় নির্ভর করবে পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির ওপর।’

এই চোটে বার্সেলোনার সমস্যার তালিকা আরও লম্বা হলো। মৌসুম শুরুর পর থেকে ক্লাবটির ১২ জন খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন। অনুপস্থিতদের মধ্যে রয়েছেন রবার্ট লেভান্ডভস্কি, গাভি, রাফিনিয়া, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, ও দানি ওলমো।

বর্তমানে বার্সা লা লিগা তালিকায় ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে।