ক্লাসিকোর ঘটনায় ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর রাগান্বিত প্রতিক্রিয়ার জন্য ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। রোববার বার্সেলোনার বিপক্ষে ম্যাচে (যা রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে জিতেছিল কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে) ভিনিসিয়ুসকে বদলি করে নেন কোচ জাভি আলোনসো। তখনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ভিনি রিয়াল মাদ্রিদের হয়ে ১৩টি ম্যাচে খেলেছেন, এর মধ্যে ১০টি ম্যাচে প্রথম একাদশে ছিলেন। এ পর্যন্ত করেছেন ৫ গোল ও ৪ অ্যাসিস্ট।
তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আলোনসোর সঙ্গে ভিনিসিয়ুসের সম্পর্ক তেমন ভালো নয়। বার্সেলোনার বিপক্ষে বদলি হওয়ার পর ক্ষোভে তিনি এমনকি ক্লাব ছেড়ে দেওয়ার কথাও বলেন।
তবে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নিজের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চান তিনি।
ভিনিসিয়ুস বলেন, ‘আজ আমি এল ক্লাসিকোতে বদলি নেওয়ার সময় আমার প্রতিক্রিয়ার জন্য সব মাদ্রিদ সমর্থকের কাছে ক্ষমা চাইছি। যেমনটি আমি আজকের অনুশীলনে আমার সতীর্থ, ক্লাব ও সভাপতি মহোদয়ের কাছেও ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছি। কখনও কখনও আবেগ আমাকে ছাপিয়ে যায়, কারণ আমি সবসময় জিততে চাই এবং দলকে সাহায্য করতে চাই।’
তিনি আরও যোগ করেন, ‘আমার প্রতিযোগিতামূলক মানসিকতা আসে এই ক্লাবের প্রতি আমার ভালোবাসা থেকে এবং এটি যা কিছু প্রতিনিধিত্ব করে তার প্রতি শ্রদ্ধা থেকে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, রিয়াল মাদ্রিদের কল্যাণে আমি প্রতিটি মুহূর্তে লড়াই করে যাব, যেমনটি প্রথম দিন থেকেই করে আসছি।’
পরিসংখ্যান অনুযায়ী, এই মৌসুমে ভিনিসিয়ুসের প্রতি ৯০ মিনিটে ০.৫ গোল তার রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ, শুধুমাত্র ২০২৩-২৪ মৌসুমের ০.৭ গোল প্রতি ৯০ মিনিট এর নিচে।
একইভাবে, তার প্রতি ৯০ মিনিটে ০.৪ অ্যাসিস্টও দ্বিতীয় সর্বোচ্চ, যা ২০১৮-১৯ মৌসুমের ০.৪১ অ্যাসিস্ট প্রতি ৯০ মিনিট এর পরের স্থান দখল করে।