প্রতিশোধ নিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে দ. আফ্রিকা
গত দুই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। এবারও গ্রুপপর্বে ইংলিশদের বিপক্ষে ১০ উইকেটে হেরেছে প্রোটিয়া নারীরা। তবে প্রথম সেমিফাইনালে সব হিসাব চুকিয়ে দিল তারা। ১২৫ রানের বিশাল জয়ে প্রতিশোধ নিয়ে পৌঁছে গেল নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে।
এই প্রথমবার উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে বুধবার প্রথমে ব্যাট করে ৩১৯ রানের বড় পুঁজি গড়ে প্রোটিয়ারা। জবাব দিতে নেমে ১৯৪ রানেই গুটিয়ে যায় চারবার শিরোপা জয়ী ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার ম্যাচ জয়ের দুই মূল কারিগর অধিনায়ক লরা উলভার্ট ও অলরাউন্ডার মারিজান ক্যাপ। ২০ চার ও ৪ ছক্কায় ১৪৩ বলে ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন উলভার্ট। আর সাত ওভারে তিন মেডেনে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট শিকার করেন ৩৫ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার ক্যাপ। এর মাধ্যমে ভারতের ঝুলান গোস্বামিকে (৪৩) ছাড়িয়ে উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডও গড়েছেন ক্যাপ (৪৪)।
ব্যাট হাতেও অবদান আছে ক্যাপের। মাত্র ৩৩ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। ৪টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ১টি ছক্কা। ২৬ বছর বয়সী উলভার্ট আর অভিজ্ঞ ক্যাপ ছাড়াও দক্ষিণ আফ্রিকার তিন শ’র বেশি রান তোলায় অবদান রেখেছেন তাজমিন ব্রিটস (৬৫ বলে ৪৫) ও ক্লোয়ি টাইওন (২৬ বলে ৩৩)। ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৪ উইকেট তুলেছেন ইংল্যান্ডের সোফি একেলেস্টন।
৩২০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ইংলিশদের হয়ে দুই অঙ্কের দেখা পেয়েছেন কেবল ৪ জন। প্রথম তিন ব্যাটার অ্যামি জোনস, টামি বিউমন্ট আর হিথার নাইট- তিনজনই আউট হন শূন্য রানে। হাফ সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক নাট স্কিভার-ব্রান্ট (৭৬ বলে ৬৪) আর অ্যালিস কাপসে (৭১ বলে ৫০)। এছাড়া ড্যানি ওয়াট-হজ ৩১ বলে ৩৪ ও দশ নম্বরে নামা লিনসে স্মিথের ৩৬ বলে ২৭ রান কমিয়েছে ব্যবধান।