টি-টোয়েন্টিতে আফগানদের কাছে জিম্বাবুয়ের আত্মসমর্পণ
একমাত্র টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরে গিয়েছিল আফগানিস্তান। তবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করল তারা। আজ হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে ৫২ রানের বড় ব্যবধানে হারিয়ে এগিয়ে গেল আফগানরা।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটাই দুর্দান্ত করে আফগানিস্তান। ওপেনিংয়ে ৭৬ রানের জুটি গড়েন রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। গুরবাজ ২৫ বলে ৩৯ ও জাদরান ৩৩ বলে ৫২ রান করে আউট হন। তবে সেদিকুল্লাহ আতাল, আজমাতুল্লাহ ওমারজাই ও শহিদুল্লাহর বিশোর্ধ্ব রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানের শক্ত পুঁজি পায় রশিদ খানের দল।
রানবন্যার মাঝেও দুর্দান্ত বল করেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এছাড়া পেসার ব্লেসিং মুজারাবানি ২টি ও একটি উইকেট নেন ব্রাড ইভানস।
১৮১ রানের জবাব দিতে নেমে শুরুতেই খেই হারায় আফগানিস্তান। একপাশে ব্রায়ান বেনেট ঝোড়ো শুরুর ইঙ্গিত দিলেও আরেক পাশে তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা ও রায়ান বার্লরা আউট হয়েছেন শূন্য কিংবা এক রান করে। ১৫ বলে ২৪ রান করে ফিরতে হয়েছে বেনেটকেও। ফলে ৩০ রানেই ৫ উইকেট হারিয়ে বসে রোডেশিয়ানরা।
শুরুর এই ধাক্কা পরের জিম্বাবুইয়ান ব্যাটাররা আর সামলাতে পারেননি। তাই আট নম্বরে নামা ইভানসের ১৯ বলে ২৪ কিংবা নয় নম্বরে নাাম তিনোতেন্ডা মাপোসার ১৫ বলে ৩২ কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ৩ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন মুজিব উর রহমান। ৪ ওভারে ২৯ রান খরচায় ৩ শিকার ওমারজাইয়ের।