ভারত ব্যাটে ঝড় তোলার পর বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫, ১৮:০৫
শেয়ার :
ভারত ব্যাটে ঝড় তোলার পর বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ

অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে গেছে ভারত। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে শুরুটা দারুণ করেছিল সূর্যকুমার যাদবের দল। তবে বৃষ্টির বাধায় ভারত ইনিংসের অর্ধেক না হতেই পরিত্যক্ত হয় ম্যাচ। 

ক্যানবেরার মানুকা ওভালে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। দুই দফা বৃষ্টির পর শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। তার আগে ৯ ওভার ৪ বল খেলে ১ উইকেট হারিয়ে ৯৭ রান করে ভারত। 

ম্যাচে প্রথম বৃষ্টি নামে ৫ ওভার শেষে। তখন ১ উইকেট হারিয়ে ভারতের রান ৪৩। প্রায় পৌনে এক ঘণ্টা ম্যাচ বন্ধ থাকার পর আবারও শুরু হয়। রানের গতিও বাড়িয়ে দেয় ভারত। তবে দশম ওভারের চতুর্থ বল হওয়ার পর আবারও নামে বৃষ্টি। সেটি আর নাম থামায় ম্যাচ বাতিল করেন আম্পায়াররা। 

একমাত্র ব্যাটার হিসেবে ১৪ বলে ১৯ রান করে আউট হন অভিষেক শর্মা। শুভমান গিল ২০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ৪টি চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকান তিনি। আরেক পাশে ২৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ৩টি চারের সঙ্গে ২টি ছক্কার মার আছে তার। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৫ ম্যাচ খেলবে ভারত। পরের ম্যাচগুলো যথাক্রমে ৩১ অক্টোবর, ২ নভেম্বর, ৬ নভেম্বর ও ৮ নভেম্বরে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে মেলবোর্ন, হোবার্ট, গোল্ড কোস্ট ও ব্রিসবেনে।