বাঁচা-মরার ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে একটি পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫, ১৭:৪৪
শেয়ার :
বাঁচা-মরার ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে একটি পরিবর্তন

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ শুরু করেছে হার দিয়ে। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয়টি তাই টাইগারদের জন্য পরিণত হয়েছে বাঁচা-মরায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগের ম্যাচের মতো আজকেও বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে হেরে যাওয়া প্রথম ম‍্যাচের একাদশ থেকে একটি পরির্তন এনেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানের জায়গায় ফিরেছেন আরেক মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান জাকের আলি।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ১৬ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। তাই সিরিজে সমতা ফেরাতে হলে আজকের ম্যাচে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে আরও বড় ইনিংস খেলে।

টি-টোয়েন্টিতে এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার—বাংলাদেশ জিতেছে ৮টি, ওয়েস্ট ইন্ডিজের জয় ১০টিতে, আর বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। চট্টগ্রামের গরম আবহাওয়া আর ঘরের মাঠের সমর্থন—দুই-ই আজ টাইগারদের পাশে। এখন দেখার বিষয়, লিটনদের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে সিরিজে ফিরতে পারে কি না বাংলাদেশ।

দুই দলের একাদশ

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), রোস্টন চেজ, শেরফেন রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকেল হোসেইন, খারি পিয়েরে, জন

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদও মোস্তাফিজুর রহমান