শেষ বেলায় প্রথমবারের মতো শীর্ষে রোহিত
টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। একমাত্র ওয়ানডে সংস্করণেই খেলেন তিনি। সেটিও আর কতদিন খেলতে পারেন বলা যাচ্ছে না। শেষ বেলায় এসেই প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন তিনি। ১৮ বছরের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার যা রোহিতের প্রথম।
আজ বুধবার আইসিসি প্রকাশিত হালনাগাদে দেখা যায় ওয়ানডে ব্যাটারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন রোহিত। পেছনে ফেলেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (দ্বিতীয়) ও সতীর্থ শুভমান গিলকে (তৃতীয়)।
রোহিত লাফ দিয়েছেন মূলত সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলে। সিডনিতে স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেন রোহিত। এর ফলেই এই উন্নতি বিস্ফোরক ওপেনারের।
গত এক দশক ধরেই ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিয়েছেন রোহিত। ছিলেন র্যাঙ্কিংয়ের সেরা দশেই। এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত র্যাঙ্কিংয়ের দুই নম্বরে ছিলেন তিনি।
রোহিত ছাড়াও বড় লাফ দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৩৫ রান করে ২৩ ধাপ উন্নতি করেছেন তিনি। এখন ২৫তম স্থানে আছেন মিডল অর্ডার ব্যাটসম্যান। ইংল্যান্ডকে প্রথম ওয়ানডেতে হারানোর পথে অপরাজিত ৭৮ রান করা ড্যারিল মিচেলের অগ্রগতি এক ধাপ। পঞ্চম স্থানে আছেন কিউই ব্যাটসম্যান। তার ওপরেই পাকিস্তানের বাবর আজম।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আফগানিস্তানের রাশিদ খান। পরের দুই স্থানে দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ ও শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে যথারীতি শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই। ৪ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন অক্ষর প্যাটেল।