ইংল্যান্ডেকে ১৭ বছর পর ঘরের মাঠে সিরিজ হারাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫, ১৪:৪৭
শেয়ার :
ইংল্যান্ডেকে ১৭ বছর পর ঘরের মাঠে সিরিজ হারাল নিউজিল্যান্ড

সেডন পার্কে ব্যাটারদের ব্যর্থতায় আবারও মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড ১৭৫ রানের টার্গেট সহজেই তাড়া করে ৫ উইকেটে জয় তুলে নেয়। ফলে ২-০ ব্যবধানে সিরিজও নিশ্চিত করেছে তারা।

নিউজিল্যান্ডের হয়ে ছয়জন বোলারই ন্যূনতম একটি করে উইকেট নেন, আর ব্লেয়ার টিকনার চার উইকেট শিকার করে ইংল্যান্ডকে ১৭৫ রানে গুটিয়ে দেন। পরে ড্যারিল মিচেল ও রাচীন রবীন্দ্র হাফসেঞ্চুরি করে স্বাগতিকদের জয় এনে দেন। যদিও জোফরা আর্চার একাই লড়াই চালিয়ে যান (৩-২৩)। এটি ২০০৮ সালের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম সিরিজ জয়।

বৃষ্টি বিলম্বে শুরু হওয়া ম্যাচে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। তৃতীয় ওভারে জ্যাকব ডাফির বলে বেন ডাকেট আউট হন। এরপর ষষ্ঠ ওভারে আগের ম্যাচের নায়ক জাকারি ফক্স আরেক ওপেনার জেমি স্মিথকে ফেরান। জো রুট কিছুটা আক্রমণাত্মক খেললেও টিকনারের বলে ফেরেন।

ইংল্যান্ডের স্কোর তখন ৫১/৩। হ্যারি ব্রুক নামেন এবং আগের ম্যাচের নায়ক হওয়ার ইঙ্গিত দেন-স্মিথ ও টিকনারকে চার মেরে, স্যান্টনারকে ছয় মেরে চমকও দেখান। কিন্তু দুর্দান্ত একহাতে ক্যাচ নিয়ে উইল ইয়ং তার ইনিংসের ইতি টানেন। এরপর ন্যাথান স্মিথ জ্যাকব বেথেল ও অধিনায়ক জস বাটলারকে ফেরালে ১০৫ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড।

জেমি ওভারটন ও স্যাম কারান ৩৮ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন। ওভারটন চার-ছক্কায় আক্রমণাত্মক খেললেও কারান ছিলেন সতর্ক। কিন্তু ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর টিকনার ফিরিয়ে দেন ওভারটন (৪২), ব্রাইডন কার্স ও আদিল রশিদকে-৪ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ৩৬ ওভারে ১৭৫ রানে অলআউট করেন।

জবাবে নিউজিল্যান্ডের শুরুটা ছিল সতর্ক। ২০১৯ বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে খেলা আর্চার প্রথম ওভারেই উইল ইয়ংকে এলবিডব্লিউ করেন। এরপর রবীন্দ্র ও উইলিয়ামসন ধীরলয়ে ইনিংস গড়েন, ১০ ওভারে স্কোর ওঠে ৩২/১। কারানকে টানা দুটি চার মারেন রবীন্দ্র, কিন্তু ওভারটনের বলে বোল্ড হয়ে ফেরেন উইলিয়ামসন। এরপর রবীন্দ্র ও মিচেল মিলে ইনিংস থিতু করেন, এ সময় হাফসেঞ্চুরি তুলে নেন রবীন্দ্র।

আর্চারকে ফিরিয়ে আনলে আবারো সাফল্য পান অধিনায়ক ব্রুক। ১৪০ কিলোমিটার গতির এক শর্ট বলে ফাইন লেগে ক্যাচ তুলে দেন রবীন্দ্র (৫৪)। ১০৫/৩ থেকে ১১৮/৫ এ পড়ে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে মিচেল ও স্যান্টনারের জুটি সেই চাপ দ্রুত দূর করে দেয়। ৩১ বলে ৫৯ রানের ঝোড়ো জুটি গড়ে দলকে জয় এনে দেন তারা। মিচেল অপরাজিত থাকেন ৫৬ রানে (দ্বিতীয় টানা হাফসেঞ্চুরি), আর স্যান্টনার ১৭ বলে ৩৪ রানে (২ চার, ১ ছক্কা) থাকেন অপরাজিত।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১৭৫ (৩৬ ওভারে) — জেমি ওভারটন ৪২, হ্যারি ব্রুক ৩৪; ব্লেয়ার টিকনার ৪-৩৪, ন্যাথান স্মিথ ২-২৭

নিউজিল্যান্ড ১৭৭/৫ (৩৩.১ ওভারে) — ড্যারিল মিচেল ৫৬*, রাচীন রবীন্দ্র ৫৪, মিচেল স্যান্টনার ৩৪*; জোফরা আর্চার ৩-২৩

ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী হয়ে সিরিজ ২-০ তে জিতল।