প্রিন্সেস অ্যানের হাত থেকে নাইটহুড পেলেন অ্যান্ডারসন
প্রিন্সেস অ্যানের হাত থেকে নাইটহুড সম্মান গ্রহণ করেছেন ইংল্যান্ডের সর্বকালের সেরা উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন। বুধবার উইনসর ক্যাসেলে এক আনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
৪৩ বছর বয়সী অ্যান্ডারসনের নাম উঠেছিল সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বিদায়ী সম্মাননা তালিকায়। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান পান তিনি। ২০২৪ সালের জুলাইয়ে লর্ডসে নিজের ২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের পর্দা নামান এই কিংবদন্তি পেসার, যার টেস্ট সংখ্যা ১৮৮।
অ্যান্ডারসন টেস্টে মোট ৭০৪টি উইকেট নিয়েছেন-যা ইতিহাসে কোনো পেসারের সর্বাধিক। তার সামনে আছেন কেবল দুই স্পিনার-মুত্তিয়া মুরালিধরন (৮০০) ও শেন ওয়ার্ন (৭০৮)। ওয়ানডে ক্রিকেটেও অ্যান্ডারসনের দখলে আছে ইংল্যান্ডের সর্বোচ্চ ২৬৯ উইকেটের রেকর্ড, যদিও তিনি সর্বশেষ একদিনের ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও অ্যান্ডারসন ২০২৪ মৌসুমে নিজের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা চালিয়ে যান। প্রায় এক দশক পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার পর দারুণ পারফরম্যান্সে দলকে পৌঁছে দেন এজবাস্টনে ফাইনালস ডেতে।
এছাড়া ‘দ্য হান্ড্রেড’ আসরে ম্যানচেস্টার অরিজিনালস দলে তিনি পান ওয়াইল্ডকার্ড চুক্তি। ২০২৫ মৌসুমেও ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনায় আছেন এই কিংবদন্তি ইংলিশ পেসার।