আবারও দীর্ঘমেয়াদি চোটে রিয়াল অধিনায়ক কারভাহাল
রিয়াল মাদ্রিদ অধিনায়ক দানি কারভাহাল আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যাচ্ছেন। ডান হাঁটুতে জয়েন্টের শিথিলতা ধরা পড়ায় অস্ত্রোপচার করতে হচ্ছে এই স্প্যানিশ ডিফেন্ডারকে।
৩৩ বছর বয়সী কারভাহালের হাঁটুতে আর্থ্রোস্কপি নামের একটি অস্ত্রোপচার করা হবে, যা সাধারণত ছোট ছিদ্র ও ক্যামেরার মাধ্যমে জয়েন্টের ভেতরের সমস্যা পরীক্ষা ও মেরামতের জন্য করা হয়।
গত ২৬ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় বদলি হিসেবে নেমে অস্বস্তি অনুভব করেন কারভাহাল। রিয়ালের ২-১ গোলে জয়ে এটি ছিল তার সেপ্টেম্বরের শেষদিকে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ ব্যবধানে হারের পর প্রথম ম্যাচ।
সোমবার করা পরীক্ষায় তার নতুন চোটের বিষয়টি নিশ্চিত হয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে-ফলে জানুয়ারি ২০২৬-এর আগে ফেরার সম্ভাবনা কম।
রিয়ালের বিবৃতিতে বলা হয়, ‘আমাদের অধিনায়ক দানি কারভাহালের ওপর পরিচালিত পরীক্ষায় দেখা গেছে, তার ডান হাঁটুতে জয়েন্ট শিথিলতা রয়েছে। কারভাহালের আর্থ্রোস্কপি সার্জারি করা হবে।’
এটি সেই একই হাঁটু, যেখানে ২০২৪ সালের অক্টোবরে তিনি দুটি লিগামেন্ট ও একটি টেন্ডনে ছিঁড়ে যাওয়ার চোট পেয়েছিলেন। সেই চোটের কারণে বাকি মৌসুম খেলতে পারেননি তিনি।