রাজশাহীর বিপক্ষে বড় জয়ে শুরু চট্টগ্রামের
জাতীয় ক্রিকেট লিগে দারুণ সূচনা করল চট্টগ্রাম। রাজশাহীর বিপক্ষে বড় জয় তুলে নিয়ে নতুন মৌসুম শুরু করল ইয়াসির আলি চৌধুরি, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়দের দল।
মঙ্গলবার রাজশাহীতে স্বাগতিকদের ১১২ রানে হারায় চট্টগ্রাম। ৪৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী থামে ৩৭০ রানে। শেষ দিনে ৬ উইকেট হাতে নিয়ে ২৬৪ রানের লক্ষ্য সামনে থাকলেও স্বাগতিকদের প্রতিরোধ ভাঙতে দেরি হয়নি চট্টগ্রামের।
ম্যাচজুড়ে দারুণ ব্যাটিংয়ে সেরার পুরস্কার জিতেছেন ইয়াসির আলি চৌধুরি। প্রথম ইনিংসে করেন ১২৯ রান, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির কাছে পৌঁছেও ৯২ রানে থামেন। জোড়া সেঞ্চুরির হাতছানি মিস হলেও তার ধারাবাহিকতা জয়ের ভিত্তি গড়ে দেয়।
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্টের আগে দুর্দান্ত ফর্মে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। দুই ইনিংসেই ব্যাট হাতে সাবলীল ছিলেন এই ডানহাতি ব্যাটার—প্রথম ইনিংসে ১২৭ ও দ্বিতীয় ইনিংসে ৫১ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
অন্যদিকে, ব্যর্থ ছিলেন মুমিনুল হক। প্রথম ইনিংসে করেন মাত্র ১৩ রান, দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি সাবেক টেস্ট অধিনায়ক।
শেষ দিনে রাজশাহীর সংগ্রহ ছিল ৪ উইকেটে ২১৯। শুরুতেই মেহরব হাসানকে (৬০) ফিরিয়ে চট্টগ্রাম নেয় নিয়ন্ত্রণ। নাঈম হাসান ভাঙেন ১০৮ রানের জুটি। এরপর শাখির ও প্রিতম মিলে কিছুটা প্রতিরোধ গড়েন।
৫৬ রানে দিন শুরু করা প্রিতম এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে, কিন্তু নাঈম হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ৮৩ রানে (২ ছক্কা ও ৮ চার)।
প্রথম ইনিংসে ব্যর্থ শাখির এবার কিছুটা দৃঢ়তা দেখান। ৯২ বলে দ্বিতীয় ফিফটি তুলে নেন এই ব্যাটার। তাকে সঙ্গ দেন তাইজুল ইসলাম, যিনি ৩০ বলে ৩০ রান করে এলবিডব্লিউ হন জয়ের বলে। এরপর হাসান মুরাদের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন শাখির, ৫২ রানে (১ ছক্কা, ৪ চার)।
শেষ দিকে নিজের তিন ওভারের মধ্যে শেষ দুই উইকেট তুলে নিয়ে রাজশাহীর ইনিংস গুটিয়ে দেন হাসান মুরাদ। বাঁহাতি এই স্পিনার ইনিংসে ৩ উইকেট নেন ৯৬ রানে। প্রথম ইনিংসেও তিনি নিয়েছিলেন ৩৯ রানে ৬ উইকেট।
দুটি করে উইকেট পান আহমেদ শরিফ ও নাঈম হাসান। প্রথম ইনিংসে নাঈমের শিকার ছিল একটি।
দারুণ ব্যাটিং-বোলিং মিলিয়ে চট্টগ্রামের শুরুটা হলো আত্মবিশ্বাসী। অন্যদিকে, রাজশাহীর জন্য এটি ব্যর্থতার ম্যাচ, বিশেষ করে শেষ দিনে ব্যাটিং ব্যর্থতায় হাতছাড়া হলো সম্ভাবনাময় লড়াই।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম ১ম ইনিংস: ৪০১
রাজশাহী ১ম ইনিংস: ১৯৬
চট্টগ্রাম ২য় ইনিংস: ২৭৭/৯
রাজশাহী ২য় ইনিংস: (লক্ষ্য ৪৮৩) ৮৬.৫ ওভারে ৩৭০ (আগের দিন ২১৯/৪) (প্রিতম ৮৩, মেহরব ৬০, শাখির ৫২, তাইজুল ৩০, সুজন ১৫, শফিউল ২, আসাদউজ্জামান ৬*; ফাহাদ ৫-১-৩৩-১, মেহেদি ৫-০-৩৫-০, মুরাদ ৩২.৫-৬-৯৬-৩, শরীফ ১০-০-৫১-২, নাঈম ২৭-৬-১১৬-২, জয় ৬-১-২৫-১, মুমিনুল ১-১-০-০)
ফল: চট্টগ্রাম ১১২ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইয়াসির আলি চৌধুরি