চোটে বছর শেষ ডি ব্রুইনার
ইন্টার মিলানের বিপক্ষে নাপোলির ৩–১ ব্যবধানে জয়ে গোল করলেও চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে কেভিন ডি ব্রুইনাকে। শনিবার পেনাল্টি থেকে গোল করার পরই ডান ঊরু চেপে ধরেন বেলজিয়ান এই তারকা, এরপর ক্লাবের চিকিৎসক দলের সহায়তায় মাঠ ছাড়েন তিনি।
ম্যানচেস্টার সিটি ছেড়ে মৌসুমের শুরুতে ইতালিতে যোগ দেওয়া ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের এটি ছিল সিরি’আয় চতুর্থ গোল। আগের তিন গোলের মধ্যে দুটি এসেছে পেনাল্টি থেকে, একটি সরাসরি ফ্রি–কিক থেকে।
নাপোলির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কেভিন ডি ব্রুইনার পরীক্ষায় দেখা গেছে, তার ডান ঊরুর বাইসেপস ফেমোরিস পেশিতে বড় ধরনের ছিঁড়ে যাওয়ার সমস্যা রয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তার ইতিমধ্যেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।’
যদিও ক্লাবটি বিস্তারিত কিছু জানায়নি, তবে গাজেত্তা দেল্লো স্পোর্ত ও স্কাই স্পোর্ট জানিয়েছে, চলতি বছর আর মাঠে নামা হচ্ছে না ডি ব্রুইনার। ফলে সিরি’আ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নাপোলির জন্য এটি বড় ধাক্কা।
বর্তমানে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে নাপোলি, সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এএস রোমা। মঙ্গলবার লেচ্চের বিপক্ষে মাঠে নামবে নাপোলি।