বঙ্গোপসাগরে এখনো নিখোঁজ ১৮ জেলে

চট্টগ্রাম ব্যুরো
২৮ অক্টোবর ২০২৫, ০০:৫৮
শেয়ার :
বঙ্গোপসাগরে এখনো নিখোঁজ  ১৮ জেলে


৪৭ দিনেও খোঁজ মেলেনি চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ‘এফবি খাজা আজমীর’ নামে একটি ফিশিং বোটের মালিকসহ ১৮ জেলের। তারা বেঁচে আছেন, নাকি পার্শ্ববর্তী দেশের কোনো বাহিনী তাদের ধরে নিয়ে গেছে; তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন স্বজনরা। জেলেদের সন্ধানে নৌপুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরনা দিচ্ছেন তারা।

গত ১৩ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট থেকে ফিশিং বোট নিয়ে সাগরে মাছ ধরতে যান ১৮ জন জেলে।

এরপর থেকে নিখোঁজ তারা।

নিখোঁজ বোটটির মালিক আলী আকবরের স্ত্রী সেলিনা আক্তার বলেন, আমার স্বামী সাগরে মাছ ধরতে গেছেন আজ ৪৭ দিন হয়ে গেল। এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি। ছেলেমেয়েদের নিয়ে উৎকণ্ঠ ও কষ্টে আছি। তারা বাবার চিন্তায় প্রতিদিন কাঁদছে।

মানসিক যন্ত্রণার পাশাপাশি আর্থিক সংকটের কথাও জানান তিনি। বলেন, আমার চার সন্তান। বড় ছেলে অনার্স তৃতীয় বর্ষে পড়ে, ছোট মেয়ে দ্বিতীয় শ্রেণিতে। স্বামীর আয়েই পুরো সংসার চলত। এখন বাসাভাড়া ও খরচ জোগানো কঠিন হয়ে পড়েছে। ভাবছি, হয়তো গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে।

এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর সদরঘাট নৌ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। সেলিনার ভাষ্যÑ ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে স্বামীর সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকেই তার এবং অন্য স্টাফদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সাধারণত তারা প্রতি মাসে তিন-চারবার সাগরে গিয়ে সাত-আট দিনের মধ্যে মাছ নিয়ে ফিরে আসেন।

নগরীর সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১৮ জেলে এখনও ফিরে আসেননি। তাদের ট্রলার ডুবে গেছে, নাকি আরাকান আর্মি কিংবা অন্য কেউ ধরে নিয়ে গেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবহিত করা হয়েছে। তাদের উদ্ধারে নৌপুলিশও কাজ করছে।