ম্যাচ চলাকালে স্ট্রোক করে বরিশালের ফিজিওর মৃত্যু
বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকাল ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। খুলনা ও বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি-মৃত্যুবরণ করেন ৪৭ বছর বয়সী এই ক্রীড়া-চিকিৎসক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত এনসিএলের ২৭তম ম্যাচের তৃতীয় দিনের খেলার সময় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান হাসান আহমেদ।
বিসিবি তাদের শোকবার্তায় উল্লেখ করে, হাসান আহমেদ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমসের (বিআরসিটিভি) প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও কর্মরত ছিলেন।
হাসান আহমেদের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বিসিবি।
মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ দল। ম্যাচ শুরুর আগে পালন করা হবে এক মিনিট নীরবতা।
এছাড়া এনসিএলের চলমান ম্যাচগুলোর চতুর্থ দিনেও অংশগ্রহণকারী দলগুলো হাসান আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে।
বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে নিবেদিতপ্রাণ এই ফিজিওর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সতীর্থ খেলোয়াড়, কর্মকর্তাসহ পুরো ক্রিকেট পরিবারে।