কুয়েতে কিংসের ম্যাচে গলা ফাটালেন হাজার হাজার প্রবাসী

কুয়েত প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৫, ১২:৫৯
শেয়ার :
কুয়েতে কিংসের ম্যাচে গলা ফাটালেন হাজার হাজার প্রবাসী

এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে মধ্যপ্রাচ্য সফরে আছে বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আশা জাগিয়েও ওমানের চ্যাম্পিয়ন আল-সাইবের বিপক্ষে ৩-২ গোলে হেরে যান রাকিব হোসেন-দোরিয়েলতোনরা। তবে কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে শনিবার ‘বি’ গ্রুপের ওই ম্যাচে প্রবাসী বাঙালিদের উপস্থিতি ছিল দেখার মতো। 

পুরো গ্যালারি মুখরিত হয়ে উঠেছিল বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে। যদিও রক্ষণের ভুলে জয়ের প্রত্যাশা করা প্রবাসী ফুটবলপ্রেমীদের গ্যালারি ছাড়তে হয় হতাশা নিয়ে। 

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার লেবাননের দল আল-আনসারের মুখোমুখি হবে মারিও গোমেসের দল। এই গ্রুপের সবগুলো ম্যাচই হচ্ছে কুয়েতে। আর আগামী ৩১ অক্টোবর স্বাগতিক দল আল-কুয়েত এসসি’র বিপক্ষে খেলবে কিংস। 

ওই ম্যাচে ডিফেন্স শক্ত করার পাশাপাশি গোলকিপার পরিবর্তন চায় কুয়েত প্রবাসী ফুটবলপ্রেমীরা। গ্রুপপর্বের আগামী দুই ম্যাচে আনিসুর রহমান জিকো’কে গোলকিপার হিসেবে রাখার জোর দাবি করেন তারা। 

গ্যালারিতে থেকে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসকে সমর্থন জানাতে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩ হাজার ফুটবলপ্রেমী ছুটে এসেছিলেন প্রথম ম্যাচে। ফাহাহিল অঞ্চল থেকে ৭ কুয়েতি দিনার গাড়ি ভাড়া দিয়ে আসা ফুটবলপ্রেমী সাখাওত বলেন, ‘আমরা খুবই হতাশ হয়েছি শেষ মুহূর্তে বাজে ডিফেন্সের ফলে জয় হাতছাড়া হয়ে গেল। কাজের লস এবং আমার ৭ দিনার পুরাই লস। আগামী ম্যাচে জিকোকে গোলকিপার রাখার দাবি জানাই।’