অ্যাশেজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না কামিন্স

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৫, ১২:৩৮
শেয়ার :
অ্যাশেজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না কামিন্স

আগামী মাসেই ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ অ্যাশেজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অনুষ্ঠেয় এই সিরিজের উদ্বোধনী ম্যাচেই অধিনায়ক প্যাট কামিন্সকে পাবে না দলটি। পিঠের চোট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় পার্থ টেস্টে খেলতে পারবেন না তিনি। 

আজ সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, প্রথম ম্যাচের জন্য সময়মতো ফিট হবেন না কামিন্স। তবে শিঘ্রই বোলিংয়ে ফিরবেন তিনি। গত জুলাই মাসে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর থেকে ৩২ বছর বয়সী কামিন্স কোনো বোলিং করেননি।

কামিন্সের অনুপস্থিতিতে ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন স্টিভেন স্মিথ। কামিন্স না থাকায় অস্ট্রেলিয়ার পেস আক্রমণে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের সঙ্গে যোগ দেবেন স্কট বোল্যান্ড। 

পার্থের উইকেট সাধারণত পেস সহায়কই হয়ে থাকে। তাই বোল্যান্ডও অস্ট্রেলিয়ার বড় শক্তি। ঘরের মাঠে ৯ টেস্টে ১২.৬৩ গড়ে ৪৯ উইকেট নিয়েছেন এই পেসার।