সিটির হার, জয়ে শীর্ষস্থান পোক্ত করল আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে তিন জয়ের পর অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। আর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয় পেয়েছে আর্সেনাল। কষ্টার্জিত জয় দিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে আর্সেনাল।
৯ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ২২। আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে দুইয়ে উঠেছে বোর্নমাউথ, তাদের পয়েন্ট ১৮। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে সান্দারল্যান্ড। আর তৃতীয় হারের পর ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে সিটি।
এমিরেটস স্টেডিয়ামে রোববার রাতে আর্সেনাল জয় পেয়েছে এবেরেচি এজের নৈপুণ্যে। ৩৯তম মিনিটে মুহূর্তের চমকে আর্সেনালকে এগিয়ে দেন তিনি। ফ্রি কিকের মাধ্যমে গোলটি আদায় করেন তিনি। ফলে প্রত্যাশিত পারফরম্যান্স না করতে পারলেও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সপ্তম জয় তুলে নিতে সমস্যা হয়নি আর্সেনাল।
অ্যাস্টন ভিলার বিপক্ষেও একই ব্যবধানে হারে ম্যানচেস্টার সিটি। ১৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন ম্যাটি ক্যাশ। ভিলার বিপক্ষে এই নিয়ে সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হারল পেপ গার্দিওলার দল।